Wearing Shoes without Socks

মোজা ছাড়াই জুতো পায়ে গলিয়ে নেন? প্রায়ই এমন করলে কী ক্ষতি হতে পারে?

গরমের সময়ে মোজা ছাড়াই জুতো পরেন? স্নিকার্স বা লোফারের মতো জুতো যাঁরা পরেন, তাঁরা অনেক সময়েই মোজা ছাড়াই জুতো পরে নেন। এতে আরাম হয় ঠিকই, তবে পায়ের ক্ষতিও হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৫ ১৮:৪৫
Share:

মোজা ছাড়া জুতো পরলে কী হবে? ছবি: ফ্রিপিক।

গরমের সময়ে মোজা ছাড়াই জুতো পরেন অনেকে। এতে পায়ের আরাম হয় ঠিকই, তবে ত্বকের জন্য তা ভাল নয়। বিশেষ করে স্নিকার্স, লোফারের মতো জুতো পরলে তার সঙ্গে মোজা পরাই জরুরি। না হলে কী হতে পারে?

Advertisement

পায়ে দুর্গন্ধ হতে পারে

পায়ে অনেক ঘামগ্রন্থি থাকে, ফলে প্রতি দিন পা ঘেমে যায়। মোজা এই ঘাম শোষণ করে এবং পায়ের ত্বক শুষ্ক রাখতে সাহায্য করে। মোজা ছাড়া জুতা পরলে ঘাম জমে জুতোয় যেমন গন্ধ হবে, তেমনই পায়েও দুর্গন্ধ হবে।

Advertisement

সংক্রমণের ঝুঁকি

আর্দ্রতা ও উষ্ণতা ছত্রাকের জন্য আদর্শ পরিবেশ। মোজা ছাড়া জুতা পরলে ‘অ্যাথলেটস ফুট’ বা ‘ফাঙ্গাল ইনফেকশন’-এর মতো সমস্যার আশঙ্কা বেড়ে যায়। ভিজে স্যাঁতসেঁতে পরিবেশে ছত্রাকও জন্মাতে পারে, যা থেকে পায়ের ত্বকে সংক্রমণের ঝুঁকি বাড়বে।

পায়ে অ্যালার্জি

নানা কারণে মাঝেমাঝেই ত্বকে দেখা দেয় র‌্যাশ, চুলকানি। তাই এই সময় খুব সাবধানে থাকা জরুরি। মোজা ছাড়া জুতো পরলে এই আশঙ্কা থাকে। অনেকের পায়ের ত্বক খুব স্পর্শকাতর হয়। রাস্তায় হাঁটাচলার সময় ধুলোবালির সংস্পর্শে এসে পায়ের ত্বক আরও খসখসে হয়ে যায়। এ ছাড়া সংক্রমণের ভয় থাকে। মোজা পরা থাকলে তা হয় না।

ফোস্কার ভয় থাকে না

নতুন জুতো পরে ফোস্কা পড়ার ঘটনা নতুন নয়। নতুন জুতো পরে বাইরে বেরোলে মোজা পরে নেওয়াটা জরুরি। তা হলে নতুন জুতো পায়ে দিয়ে দীর্ঘ পথ হাঁটলেও ফোস্কা পরার ভয় নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement