Knee

Knock Knees: দাঁড়ানোর সময় দুই পায়ের হাঁটু লেগে যায়? কিসের সঙ্কেত হতে পারে

দুই পায়ের গোড়ালি ৩ ইঞ্চির বেশি দূরে রেখে সোজা হয়ে দাঁড়ালে দুই হাঁটু স্পর্শ করার কথা নয়। যদি লেগে যায় তবে তাকে ‘নক নি’ বা ‘জেনু ভ্যালগম’ বলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ মে ২০২২ ১৫:৩৮
Share:

দুই হাঁটু লেগে যাওয়া কিসের ইঙ্গিত ছবি: সংগৃহীত

দাঁড়িয়ে থাকার সময় দুই হাঁটু লেগে যাওয়াকে বিজ্ঞানের ভাষায় বলে জেনু ভ্যালগম। বিশেষজ্ঞরা বলছেন ৪ বছর বয়স পর্যন্ত এই বিষয়টি খুব একটা বিরল নয়। ৬ থেকে ৭ বছরের মধ্যে ধীরে ধীরে অধিকাংশ শিশুরই পা সোজা হয়ে যায়। কিন্তু বড় হওয়ার পরেও দুই হাঁটু লেগে যাওয়া কিছু কিছু ক্ষেত্রে সমস্যার ইঙ্গিত হতে পারে।

Advertisement

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত দুই পায়ের গোড়ালি ৮ সেন্টিমিটার বা ৩ ইঞ্চির বেশি দূরে রেখে সোজা হয়ে দাঁড়ালে দুই হাঁটু পরস্পর স্পর্শ করার কথা নয়। কিন্তু দুই গোড়ালি তার চেয়ে বেশি দূরত্বে থাকার পরেও যদি হাঁটু একসঙ্গে লেগে যায় তবে তাকে ‘নক নি’ বা ‘জেনু ভ্যালগম’ বলে। সাধারণত এতে খুব একটা শারীরিক সমস্যা তৈরির কথা নয়। কিন্তু ক্ষেত্রবিশেষে দুই হাঁটু লেগে যাওয়া রিকেট, লিগামেন্টের সমস্যা, সংক্রমণ কিংবা জিনগত সমস্যার ইঙ্গিত হতে পারে।

কখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে?

Advertisement

বিশেষজ্ঞরা বলছেন, হাঁটু জোড়া লেগে যাওয়া কিছু ক্ষেত্রে হাঁটুর উপর অতিরিক্ত চাপ ফেলতে পারে। ফলে দেখা দিতে পারে সমস্যা। তাই গোড়ালি ৮ সেন্টিমিটারের বেশি ফাঁকা করার পরেও যদি একটি হাঁটু অন্যটির সঙ্গে লেগে যায় তবে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। বিশেষ করে সমস্যা ক্রমশ বেড়ে যাওয়া, কেবল একটি হাঁটুতে সমস্যা দেখা দেওয়া, বেশি বয়সে সমস্যা শুরু হওয়া কিংবা হাঁটুতে ব্যথা ও হাঁটাচলা করতে অসুবিধা হওয়ার মতো সমস্যা দেখা দিলে অবিলম্বে নিতে হবে বিশেষজ্ঞদের পরামর্শ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন