Prescription

Prescription Meaning: চিকিৎসকের প্রেসক্রিপশনে লেখা কোন সঙ্কেতের কী অর্থ

অনেক সময় চিকিৎসকের প্রেসক্রিপশনে এমন কিছু চিহ্ন ও অক্ষর থাকে যা সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। এগুলির অর্থ কী?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ জুন ২০২২ ১৬:৪০
Share:

জানুন প্রেসক্রিপশনের হরেক প্রকার সঙ্কেতের অর্থ ছবি: সংগৃহীত

রোগীর কাছে চিকিৎসকরা অনেক সময়েই ঈশ্বরের সমতুল। অসুখ বুঝে তাঁরা নিরাময়ের পথ বাতলে দেন প্রেসক্রিপশনে। কিন্তু অনেক সময় এমন কিছু শব্দ বা চিহ্ন সেই প্রেসক্রিপশনে থাকে যা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব হয়ে ওঠে না। রইল তেমনই কিছু ডাক্তারি পরিভাষার হদিস।

Advertisement

১। আর এক্স: চিকিৎসা

২। কিউ: প্রত্যেক

Advertisement

৩। কিউ ডি: প্রতি দিন

৪। কিউ ও ডি: এই দিন ছাড়া প্রতিদিন

৫। কিউ এইচ: প্রতি ঘণ্টায়

৬। এস: বাদ দিয়ে

৭। সি: সঙ্গে

৮। এস ও এস: জরুরি ভিত্তিতে করণীয়

৯। এ সি: খাবার খাওয়ার আগে

১০। পি সি: খাবার খাওয়ার পরে

প্রতীকী ছবি ছবি: সংগৃহীত

১১। বি আই ডি: দিনে দু’বার

১২। টি আই ডি: দিনে তিন বার

১৩। বি ডি/ বি ডি এস: দিনে দু’বার ওষুধ নিতে হবে

১৪। টি ডি এস: দিনে তিন বার ওষুধ নিতে হবে

১৫। কিউ টি ডি এস: দিনে চার বার ওষুধ নিতে হবে

১৬। বিটি: শোয়ার সময়

১৭। বিবিএফ: প্রাতরাশের আগে

তবে মনে রাখবেন, কিছু কিছু ক্ষেত্রে স্থানভেদে এই সঙ্কেত বদলাতেও পারে। অনেক সময় চিকিৎসকরা অন্য ভাবেই নির্দেশ লিখতে পারেন। ফলে এই সংক্রান্ত কোনও জিজ্ঞাসা থাকলে সরাসরি চিকিৎসককে জিজ্ঞাসা করাই বাঞ্ছনীয়।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন