Side effects of Painkiller

ভুল করেও খালি পেটে ব্যথার ওষুধ নয়! কী কী সমস্যা হতে পারে খেলে?

খানিকটা জল দিয়ে পেনকিলার খেয়ে নিশ্চিন্ত হন আপনি। কারণ, জানেন এর কয়েক মিনিট পরেই ব্যথাবোধ কমে যাবে। ব্যথার দাপটে ঝিমিয়ে পড়া আপনি ফিরবেন স্বাভাবিকত্বে। কিন্তু যন্ত্রণা কমানোর ওষুধ অন্য রকম ‘যন্ত্রণা’র কারণ হতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ১৬:১৮
Share:

ব্যথার ওষুধ খেতে হবে কিছু নিয়ম মেনে। ছবি : সংগৃহীত।

ব্যথার বড়ি বা পেনকিলার কার কাছে না থাকে! জীবনযাপনের নতুন ধারার সঙ্গে পাল্লা দিতে গিয়ে আকছার মাথাব্যথা, গায়ে-হাত-পায়ে ব্যথা হতে থাকে, আর সে ব্যথা সহ্যের সীমা পেরোলেই হাত এগোয় পেনকিলারের পাতায়। একটি ওষুধ খানিকটা জল দিয়ে খেয়ে নিশ্চিন্ত হন আপনি। কারণ, জানেন এর কয়েক মিনিট পরেই ব্যথাবোধ কমে যাবে। ব্যথার দাপটে ঝিমিয়ে পড়া আপনি ফিরবেন স্বাভাবিকত্বে। কিন্তু হার্ভার্ডে প্রশিক্ষিত এক চিকিৎসক জানাচ্ছেন, বিষয়টা সব সময় ততখানি সহজ না-ও হতে পারে। ভুল নিয়মে ব্যথানাশক ওষুধ খেলে যন্ত্রণা কমানোর ওষুধ অন্য রকম ‘যন্ত্রণা’র কারণ হতে পারে।

Advertisement

হার্ভার্ড এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিপ্রাপ্ত ক্যালিফোর্নিয়াবাসী ভারতীয় বংশোদ্ভূত গ্যাস্ট্রোএনট্রোলজিস্ট সৌরভ শেট্টি তাঁর নিজের অভিজ্ঞতা থেকে জানিয়েছেন, ভুল নিয়মে ব্যথানাশক ওষুধ খেয়ে বহু রোগীকে হাসপাতালের ইমার্জেন্সিতে আসতেও দেখেছেন তিনি।

ব্যথার বড়িই ‘যন্ত্রণা’র কারণ! —ফাইল চিত্র।

ক্যালিফোর্নিয়ার এক বেসরকারি হাসপাতালের চিকিৎসক সৌরভ সমাজমাধ্যমে সক্রিয়। প্রায়ই ইনস্টাগ্রামে স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা করেন। তাঁর লক্ষ লক্ষ অনুগামীদের মধ্যে রয়েছেন বলিউডের তারকারাও। সম্প্রতি তেমনই এক ভিডিয়োয় সৌরভ তাঁর অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি বলছেন, ‘‘আগের দিন রাতেই এক জন রোগী এসেছিলেন পাকস্থলীতে আলসার নিয়ে। সেই আলসারের এমন দশা যে, তা থেকে রক্তপাত হচ্ছিল। পরে জানা গেল, তিনি একটি বিশেষ ধরনের ব্যথার ওষুধ দিনের পর দিন খালি পেটে খাচ্ছিলেন!’’ সৌরভ সতর্ক করেছেন, ‘‘ওই ধরনের ওষুধ কখনওই খালি পেটে খাওয়া উচিত নয়। বিশেষ করে সেই সব ওষুধ, যাতে আইবুপ্রোফেন রয়েছে।’’

Advertisement

কী কী সমস্যা হতে পারে খালি পেটে ব্যথানাশক ওষুধ খেলে?

আইবুপ্রোফেন হল এক ধরনের স্টেরয়েড বর্জিত প্রদাহনাশক ওষুধ (এনএসএআইডি)। যা সাধারণত ছোটখাটো ব্যথা কমাতে সাহায্য করে। এমনকি, জ্বর-ঠান্ডা লাগার মতো সমস্যার সমাধানেও এগুলি উপযোগী। কিন্তু এর বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও আছে। খাবার না খেয়ে ওই ওষুধ খেলে তা পাকস্থলীর ভিতরের দেওয়ালের ক্ষতি করতে পারে। যা থেকে আলসার, এমনকি অন্ত্রে রক্তপাতও হতে পারে। দীর্ঘ দিন ধরে খালি পেটে এনএসএআইডি খেলে, তা থেকে লিভারও ক্ষতিগ্রস্ত হতে পারে। বিরল হলেও এ থেকে হার্ট অ্যাটাকের মতো ঘটনাও ঘটেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement