sneezing technique

হাঁচি পেলেই নাক চেপে ধরেন? এই অভ্যাস কিন্তু ডেকে আনতে পারে বড় বিপদ

হাঁচি বা কাশির সময়ে নাক-মুখ ঢেকে নিতে বলা হয়। কিন্তু নাক-মুখ ঢেকে নেওয়া মানে তা চেপে ধরা নয়। হঠাৎ হাঁচির সময়ে মুখ চেপে ধরলে তা লাভের চেয়ে ক্ষতিই বেশি করতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১১:০৫
Share:

হাঁচতে গেলে নিয়ম মানেন কি? ছবি: সংগৃহীত।

হাঁচি পেলে মুখ-নাক ঢাকা দিতে হবে, ছোটবেলা থেকে সবাই এই নিয়মই শিখে এসেছেন। তবে হাঁচি পেলে সে খেয়াল আবার অনেকেই রাখেন না। অনেকের সামনে হঠাৎ হাঁচি পেলেও আবার অস্বস্তিতে পড়তে হয়। তখন অনেকেই দু’আঙুল দিয়ে নাক চেপে ধরেন। হাতের তালু দিয়ে মুখও চেপে ধরেন কেউ কেউ।

Advertisement

হাঁচি বা কাশির সময়ে নাক-মুখ ঢেকে নিতে বলা হয়। কিন্তু নাক-মুখ ঢেকে নেওয়া মানে তা চেপে ধরা নয়। হঠাৎ হাঁচির সময়ে মুখ চেপে ধরলে তা লাভের চেয়ে ক্ষতিই বেশি করতে পারে। হাঁচির সময়ে মুখের ভিতরে তীব্র বেগে ছোটে বাতাস। এই সময়ে নাক-মুখ সম্পূর্ণ চেপে দিলে সেই বায়ু ধাক্কা দেয় কানের পর্দায়। বাতাস মুখ থেকে বেরোতে না পারলে তাই কানের পর্দা ফেটে যাওয়ার আশঙ্কা বাড়ে। এমনকি, এই কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে খাদ্যনালি এবং ফুসফুসও। শুধু তা-ই নয়, হাঁচি চেপে রাখলে চোখ, কান, নাক সংলগ্ন রক্তজালিকাগুলিরও ক্ষতি হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।

তাই বলে কি হাঁচির সময় নাক ঢাকবেন না?

Advertisement

জীবাণু যাতে না ছড়াতে পারে, তাই হাঁচির সময়ে নাক-মুখ ঢাকতে হবে। কিন্তু তার জন্য রুমাল কিংবা অন্য কোনও কাপড়ের টুকরো দিয়ে করুন। হাতের কাছে কোনও কাপড় না থাকলে দু’হাতের পাতা জড়ো করে কাপের মতো করে ঢেকে নিন নাক-মুখ। কিন্তু মুখ থেকে বাতাস বেরোনোর জায়গা রাখতেই হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement