Akshyay Tritiya

অক্ষয় তৃতীয়ার দিন কিছু নিয়ম যা পালন করা অত্যন্ত শুভ এবং কিছু কাজ যা করা অনুচিত

অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ একটি তিথি। ‘অক্ষয়’ কথার অর্থ ক্ষয় না হওয়া। তাই এই দিন বিশেষ কিছু কাজ রয়েছে যা করতে পারলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়।

Advertisement

 শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৩ মে ২০২১ ০৮:৪০
Share:

অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ একটি তিথি।

অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ একটি তিথি। ‘অক্ষয়’ কথার অর্থ ক্ষয় না হওয়া। তাই এই দিন বিশেষ কিছু কাজ রয়েছে যা করতে পারলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় এবং মনে করা হয় এই দিন যা কিছু শুভ কাজই করা হোক না কেন তা সর্বদা অক্ষয় হয়ে থাকে। আবার এ কথাও শাস্ত্রে বলা আছে যে এই দিন এমন কিছু কাজ রয়েছে যা একেবারেই করা উচিত নয়।

Advertisement

এই দিন কী কী শুভ কাজ করা উচিত—

• এই দিন রাধাকৃষ্ণের যুগল মূর্তি বাড়িতে প্রতিষ্ঠা করতে হবে এবং সেই মূর্তি যুগলের চরণে চন্দন দিতে হবে।

Advertisement

• অক্ষয় তৃতীয়ার দিন গণেশ ও মা লক্ষ্মীর পুজো করুন এবং তাঁদের চরণে সিঁদুরের ফোঁটা দিন।

• এই দিন ব্রাহ্মণকে জল, পাখা, বস্ত্র, চন্দন, নারকেল এবং অন্ন দান করতে হবে।

• এই দিন সকালে স্নান করার পর গরিবকে বস্ত্র দান করুন এবং তাঁদের অন্ন দান করুন। এগুলি সংসারের জন্য অত্যন্ত শুভ ফল বয়ে আনে।

• এই দিন বাড়িতে সোনা, রুপো কিনে আনতে হবে। সোনা, রুপো সম্ভব না হলে যে কোনও ধাতুর কোনও জিনিস কিনে আনা খুব শুভ।

• এই দিন পাঁচ জন বিবাহিত মহিলাকে আলতা ও সিঁদুর দান করা অত্যন্ত শুভ বলে মানা হয়।

• এই দিন যে কোনও মন্দিরে মরশুমের ফল দান করলেও শুভ ফল পাওয়া যায়।

• এই বাড়ি বা জমি ক্রয় করা খুবই ভাল। এ ছাড়া গাড়ি এবং বাড়ির নানা আসবাবপত্র কিনলে সংসারে শ্রীবৃদ্ধি ঘটে।

• গাড়ি, বাড়ি, জমি বা সোনা, রুপো কেনা সব সময় সম্ভব হয় না। সে ক্ষেত্রে কাঁচা সব্জি, যে কোনও শস্যদানা, ঘি এবং বাড়ির বাচ্চাদের জন্য কিছু জিনিস অবশ্যই কিনে আনুন।

এই দিন কী কাজ করা অনুচিত—

• অক্ষয় তৃতীয়ার তিথিতে কখনও তুলসী পাতা তুলবেন না। এতে শ্রীবিষ্ণু এবং মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন।

• এই দিন কারও মনে দুঃখ বা আঘাত লাগে এমন কথা বলা যাবে না।

• এই দিন বাড়ি থেকে নুন, তুলো, সরষে এবং তেল কাউকে দেবেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন