কোন কোন অভিষেকে কী কী ফল লাভ

বিনা অভিষেকে মহাদেবের পূজা অসম্পূর্ণ থেকে যায়। যে কারণে সারা বছরই মহাদেবের অভিষেক করা শুভ।  তবে বছরের বিশেষ কিছু দিনে অভিষেক করা অত্যন্ত শুভ এবং বিশেষ ফলদায়ক।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৮ ০০:০০
Share:

মহাদেবের পূজা অর্চনা মানেই ওঁর অভিষেক করা কারণ বিনা অভিষেকে মহাদেবের পূজা অসম্পূর্ণ থেকে যায়। যে কারণে সারা বছরই মহাদেবের অভিষেক করা শুভ। তবে বছরের বিশেষ কিছু দিনে অভিষেক করা অত্যন্ত শুভ এবং বিশেষ ফলদায়ক।

Advertisement

এখন দেখে নেওয়া যাক কোন কোন অভিষেকে কী কী ফল লাভ হয়—

১। গঙ্গাজল অথবা শুদ্ধ জলে সাদা পদ্মফুল অথবা পদ্মফুলের পাপড়ি ফেলে অভিষেক করলে শ্রী বৃদ্ধি, লক্ষী প্রাপ্তি ও রোগ মুক্তি ঘটে।

Advertisement

২। অল্প আতপাল বেটে তার সঙ্গে গো ঘৃত মিশিয়ে গঙ্গা বা কলের জলের সঙ্গে মিলিয়ে অভিষেক করলে বিদ্যা-বুদ্ধি বৃদ্ধি হয়।

৩। কাঁচা হলুদ বেটে তার রস এবং চন্দনের আতর গঙ্গাজল বা কলের জলের সঙ্গে মিশিয়ে অভিষেক করলে পরীক্ষার্থীদের পরীক্ষা খুব ভাল হয়।

৪। আতপ চাল বেটে কাঁচা দুধে মিশিয়ে তা দিয়ে অভিষেক করলে ধনসম্পদ লাভ হয়।

৫। সর্ষের তেল গঙ্গাজলে অথবা কলের জলের সঙ্গে মিশিয়ে অভিষেক করলে শত্রুর পরাজয় ঘটে।

৬। গঙ্গাজল বা কলের জলে ২টি মুক্তো ফেলে অভিষেক করলে ভাগ্যোদয় হবে।

৭। কালো তিল বেটে গঙ্গাজল বা কলের জলের সঙ্গে মিশিয়ে অভিষেক করলে মহাপাপ থেকে মুক্তি পাওয়া যাবে।

৮। গোটা কালো তিল গঙ্গাজল বা কলের জলের সঙ্গে মিশিয়ে অভিষেক করলে শত্রু দমন হয়।

৯। গঙ্গাজল বা কলের জলের সঙ্গে অভিষেক করলে সর্বসুখ হয়।

১০। স্টিলের পাত্রে পঞ্চামৃত নিয়ে অভিষেক করলে উদ্বেগ নাশ এবং শান্তি লাভ ঘটে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement