মঙ্গলের গোচর ফল

জন্মরাশিকে সর্বদা প্রথম স্থান ধরে অপরাপর স্থানাদি গণনা করতে হবে। প্রত্যেক ডাইরেক্টরি পঞ্জিকা অনুসারে আপনার জন্মকুণ্ডলীতে মঙ্গলের বর্তমান অবস্থান অনুসারে দেখে নিন বর্তমান ফলাফল

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০২ জুন ২০১৮ ০০:০০
Share:

সকল রাশির জাতক-জাতিকার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। জন্মরাশিকে সর্বদা প্রথম স্থান ধরে অপরাপর স্থানাদি গণনা করতে হবে। প্রত্যেক ডাইরেক্টরি পঞ্জিকা অনুসারে আপনার জন্মকুণ্ডলীতে মঙ্গলের বর্তমান অবস্থান অনুসারে দেখে নিন বর্তমান ফলাফলঃ-

Advertisement

১। জন্মরাশিতে- জন্মরাশিতে মঙ্গলের অবস্থানকালে শত্রুভয়, দুশ্চিন্তা, জ্বর-রোগ প্রভৃতি অশুভ ফল লাভ হতে পারে।

২। দ্বিতীয় স্থানে- জন্মরাশির দ্বিতীয় স্থানে মঙ্গলের অবস্থানকালে কর্মে বাধা, অতিরিক্ত ব্যয় এবং বিভিন্ন ব্যক্তির কড়া সমালোচনার সন্মুখীন হতে হবে।

Advertisement

৩। তৃতীয় স্থানে- জন্মরাশির তৃতীয় স্থানে মঙ্গলের অবস্থানকালে স্বাস্থ্যোন্নতি এবং সর্ববিধ উদ্যমে বা প্রচেষ্টায় সাফল্য লাভের সম্ভাবনা।

৪। চতুর্থ স্থানে- জন্মরাশির চতুর্থ স্থানে মঙ্গলের অবস্থানকালে স্বাস্থ্যহানি, দুশ্চিন্তা এবং অযথা ভ্রমণ প্রভৃতি অশুভ ফল লাভ হয়ে থাকে।

৫। পঞ্চম স্থানে- জন্মরাশির পঞ্চম স্থানে মঙ্গলের অবস্থানকালে দুশ্চিন্তা, হতাশা, দুঃখ ও স্বাস্থ্যহানী প্রভৃতি অশুভ ফল লাভ হয়।

৬। ষষ্ঠ স্থানে- জন্মরাশির ষষ্ঠ স্থানে মঙ্গলের অবস্থানকালে পারিবারিক সুখ ও সম্পদ বৃদ্ধি হয়ে থাকে।

৭। সপ্তম স্থানে- জন্মরাশির সপ্তম স্থানে মঙ্গলের অবস্থানকালে অর্থ লাভ এবং সুখলাভ হয়ে থাকে।

৮। অষ্টম স্থানে- জন্মরাশির অষ্টম স্থানে মঙ্গলের অবস্থানকালে ক্ষতি, দুশ্চিন্তা, স্বাস্থ্যহানী, অনিদ্রা প্রভৃতি অশুভ ফল লাভ হয়।

৯। নবম স্থানে- জন্মরাশির নবম স্থানে মঙ্গলের অবস্থানকালে শত্রু ভয়ের সম্ভাবনা।

১০। দশম স্থানে- জন্মরাশির দশম স্থানে মঙ্গলের অবস্থানকালে সর্বপ্রকার উদ্যমে বা প্রচেষ্টায় সাফল্যলাভ হয়ে থাকে।

১১। একাদশ স্থানে- জন্মরাশির একাদশ স্থানে মঙ্গলের অবস্থানকালে সুখ এবং সাফল্যলাভ হয়ে থাকে।

১২। দ্বাদশ স্থানে- জন্মরাশির দ্বাদশ স্থানে মঙ্গলের অবস্থানকালে ঝগড়া, বিবাদ, অতিরিক্ত ব্যয় এবং অপরের কড়া সমালোচনার সন্মুখীন হতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন