Astrology

দাম্পত্য কলহ থেকে মুক্তির উপায় কি কি?

বিবাহিত জীবনে অশান্তির মূল কারক হিসাবে জ্যোতিষশাস্ত্রে ধরা হয় মঙ্গল গ্রহকে।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৭ ০৭:০০
Share:

বিবাহিত জীবনে অশান্তির মূল কারক হিসাবে জ্যোতিষশাস্ত্রে ধরা হয় মঙ্গল গ্রহকে।

বিবাহিত জীবনে অশান্তির মূল কারক হিসাবে জ্যোতিষশাস্ত্রে ধরা হয় মঙ্গল গ্রহকে। এই গ্রহটির যদি অবস্থানগত সমস্যা থাকে, তবে মানুষের জীবনে দাম্পত্য সুখ কখনই সম্ভব নয়। সেই সময় বিবাহিত জীবন বহন করে নিয়ে যাওয়াই সমস্যা হয়ে দাঁড়ায়।

Advertisement


দাম্পত্য কলহ থেকে মুক্তির কী কী উপায়, সেগুলি জেনে নেওয়া যাক -
১। বিবাহের পূর্বে পাত্র-পাত্রীর যোটক বিচার করা উচিত।
২। নর গণ পাত্র বা পাত্রীর সঙ্গে কখনোই দেবারি বা রাক্ষস গণের বিবাহ দেওয়া উচিত নয়।
৩। মঙ্গলদোষ থাকলে খণ্ডন করিয়ে বিবাহ দেওয়া উচিত।
৪। ছেলের মায়ের রাশির সঙ্গে পাত্রীর রাশির মিল আছে কি না দেখে নিন।
৫। বাড়িতে বাস্তু দোষ আছে কি না দেখে নিন। পুরনো বাস্তুর সংস্কার করান, তাহলে দাম্পত্য, কেরিয়ার ও সংসারে শান্তি সবই বজায় থাকবে।
৬। পঞ্চমুখী হনুমানজীর মূর্তি সদর দরজার ওপর রাখবেন এবং বাড়িতে পাকুয়া-মিরর স্থাপন করবেন। যার দ্বারা নেগেটিভ এনার্জির অনুপ্রবেশ থেকে বাঁচবেন।
৭। স্বামী-স্ত্রীর মাস্টার বেডরুম দক্ষিণ-পশ্চিমে রাখার চেষ্টা করুন। শোবার ঘরে অবশ্যই স্ট্রং ইভিল প্রোটেক্টর ও ম্যান্ডারিন হাঁসের ছবি রাখুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন