কাদের বিবাহে বাধা আসতে পারে জেনে নিন

ষষ্ঠ-ভাবে যদি শনি থাকে এবং অষ্টম-ভাবে যদি রবি এবং অষ্টম-পতি যদি নির্বল থাকে তাহলে বিবাহে বিলম্ব হয়। রবি এবং শনি সম্বন্ধ লগ্নে থাকলে বিবাহে বাধা আসে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৭ ০০:০০
Share:

সপ্তম-পতির স্থিতি বিবাহের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ষষ্ঠপতি যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ভাবে থাকে তাহলে প্রায় বিবাহ জীবন কষ্টপূর্ণ হয়। বিবাহিত জীবন কষ্টপূর্ণ বা বিবাহে বিলম্বের ক্ষেত্রে শনিদেবই সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। নিম্নে এমন কিছু যোগ দেওয়া হল, তা যদি জন্ম ছকে থাকে তাহলে জাতক-জাতিকার বিবাহে বিলম্ব হয় -
১) বুধ এবং কেতু লগ্নে থাকলে।
২) সপ্তমে শনি এবং কেতু থাকলে।
৩) ষষ্ঠ-ভাবে যদি শনি থাকে এবং অষ্টম-ভাবে যদি রবি এবং অষ্টম-পতি যদি নির্বল থাকে তাহলে বিবাহে বিলম্ব হয়।
৪) শনি যদি সপ্তম-ভাবে স্বগৃহে এবং যদি রবি থেকে সপ্তমস্থ থাকে তাহলে বিবাহে বাধা অবশ্যই আসবে।
৫) রবি যদি সপ্তম-ভাবে থাকে, আর শনির যদি তার ওপর দৃষ্টি থাকে অর্থাৎ শনি যদি লগ্নে পঞ্চম-ভাবে অথবা দশম-ভাবে থাকে তাহলে বিবাহে বাধা হতে পারে।
৬) ররবি এবং শনি সম্বন্ধ লগ্নে থাকলে বিবাহে বাধা আসে।
৭) চন্দ্র সপ্তম-ভাবে এবং শনি লগ্নে থাকলে অথবা সপ্তম-ভাবে শনি এবং চন্দ্রের যোগ বিলম্বিত বিবাহের কারক।
৮) সপ্তমে পাপগ্রহ থাকলে অথবা সপ্তম পাপ দৃষ্টি হলে বিবাহে বাধা আসে।
৯) শনি সপ্তমে থাকলে অথবা সপ্তমে দৃষ্টি থাকলে অথবা সপ্তম-পতির সঙ্গে যুক্ত থাকলে অথবা সপ্তম-পতির ওপর দৃষ্টি থাকলে বিবাহে বাধা আসে।
১০) রবি, রাহু এবং নির্বল চন্দ্র সপ্তম-ভাবে থাকলে বিবাহ বাধা প্রাপ্ত হয়।
১১) লগ্নে বৃহস্পতি, শুক্র এবং বুধ বক্রী থাকলে বিবাহে বাধা আসে।
১২) অষ্টম-পতি সপ্তমে থাকলে অথবা সপ্তম-পতি যদি অষ্টমে থাকে।
১৩) সপ্তম-পতি জন্মলগ্ন অথবা সপ্তম-ভাবে ত্রিকোণ ভাবে (ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ-ভাব) অর্থাৎ জন্মলগ্ন থেকে দ্বিতীয়, ষষ্ঠ ও অষ্টম অথবা দ্বাদশ-ভাবে থাকেলে বিবাহে বিলম্ব আসতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement