হাতের আঙ্গুলের আকৃতি দিয়ে চেনা যায় অনেক কিছুই

যার বৃদ্ধাঙ্গুলির গর্ভে বূহ্য ও  সুঅঙ্কিত যব চিহ্ন থাকে, সেই ব্যক্তি বিদ্বান, ধনবান ও রাজতুল্য সম্মান পায়। যার আঙ্গুলগুলি একত্র করলে ফাঁক থাকে না, সেই ব্যক্তি ধনবান হয়।যার হস্তাঙ্গুলি চিঁড়ের মতো চ্যাপ্টা সেই ব্যক্তি চাকুরিজীবি ও পরসেবক হয়। 

Advertisement

পার্থ প্রতিম আচার্য্য

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৮ ০০:০১
Share:

আপনার হস্তাঙ্গুলির সঙ্গে মিলিয়ে নিনঃ-
১। যার হস্তাঙ্গুলির অগ্রভাগ সুক্ষ সে মেধাবী হয়।
২। যার হস্তাঙ্গুলি চিঁড়ের মতো চ্যাপ্টা সেই ব্যক্তি চাকুরিজীবী ও পরসেবক হয়।
৩।যার হস্তাঙ্গুলি স্থুল ও উন্নত হয়, সেই ব্যক্তি ধনবান হয়।
৪। যার হস্তাঙ্গুলিতে পর্বের দাগ ছাড়া অন্য কোনও রেখা থাকে না ,সেই ব্যক্তি দীর্ঘজীবি ও সৌভাগ্যশালী হয়।
৫। যার আঙ্গুলগুলি একত্র করলে ফাঁক থাকে না, সেই ব্যক্তি ধনবান হয়।
৬। যার বৃদ্ধাঙ্গুলির গর্ভে বূহ্য ও সুঅঙ্কিত যব চিহ্ন থাকে, সেই ব্যক্তি বিদ্বান, ধনবান ও রাজতুল্য সম্মান পায়।
৭। অঙ্গুষ্ঠমন্ডলে বেদীর মতো রেখা থাকলে সে সাধু ও সজ্জ্বন হয়।
৮। যার হাতে চারটি আঙ্গুল একই রেখায় দন্ডায়মান, সেই ব্যক্তি সৌভাগ্যবান হয়। তবে হাতের আঙ্গুলের এইরূপ অবস্থান সচরাচর হয় না।
৯। যার হাতের অঙ্গুলিগুলি অত্যন্ত কঠিন, সেই ব্যক্তি কঠোর হৃদয় তেজস্বী দৃঢ়প্রতিজ্ঞ ও কৌশলী হয়ে থাকে।
১০। অঙ্গুলি ক্ষুদ্র হলে জাতক স্বার্থপর, অলস, কর্তব্যজ্ঞানশূন্য ও নির্বোধ হয়।
১১। হস্তাঙ্গুলি হাতের তালুর অনুপাতে সামান্য ছোট হলে ,সে ক্ষুরধার বুদ্ধির ধারক ও সুবিচারক হয়।
১২। যার হাতের অঙ্গুলিগুলি ফাঁক ফাঁক হয় সে নির্ধন ও দুঃখী হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement