আপনার নামের আদ্যাক্ষর অনুযায়ী শুভ রং ও প্রতিকার

এদের মধ্যে দেবগুরু বৃহস্পতির প্রভাব বেশি দেখা যায়। যার ফলে এরা অল্পেতে তুষ্ট থাকতে চায় না। যা কিছু পায় তার চেয়ে আরও বেশি পাওয়ার অদম্য লালসা থাকে।

Advertisement

পার্থ প্রতিম আচার্য্য

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৭ ০১:১১
Share:

আপনার নামের আদ্যক্ষর যদি ‘A’ হয়ে থাকেঃ—
১। ‘এ’ অক্ষর দিয়ে যাদের নাম শুরু তাদের জীবনে হলুদ রঙের প্রভাব সবচেয়ে বেশি।
২। এদের মধ্যে দেবগুরু বৃহস্পতির প্রভাব বেশি দেখা যায়। যার ফলে এরা অল্পেতে তুষ্ট থাকতে চায় না। যা কিছু পায় তার চেয়ে আরও বেশি পাওয়ার অদম্য লালসা থাকে।
৩। এরা যদিও মান সন্মান সম্ভ্রম নষ্ট করে কিছু করতে রাজি নয়।
৪। এরা জগতের বুকে নিজের সব রকম কালিমার দাগ মুছে ফেলে মাথা উঁচু করে সগর্বে দাঁড়াতে চায়। যতই প্রতিকূলতা আসুক না কেন কখনই পিছপা হয় না।
৫। এরা কথার জালে আটকে দিয়ে অন্যকে বশীভূত করে ফেলে। যার জন্য এক শ্রেণীর মানুষ এদের নেতা হিসাবে মেনে নেয়। যাকে পুঁজি করে জীবনের চাওয়া পাওয়ার অনেকখানি পূরণ করা সম্ভব হয়।
৬। এদের অনুগত লোকেরাই তার হয়ে প্রচার করে তাকে জনসমক্ষে তুলে ধরার প্রাণান্তকর চেষ্টা করে। এদের আদর্শ সব সময় অনুপ্রানিত করে।
৭। এরা চিকিৎসক, আইনজীবী, জ্যোতিষী, রাজনীতিবিদ সহ যে সব কাজে সাধারণ মানুষের সরাসরি যোগ রয়েছে সেই সব কাজে জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল।
৮। কখনও কখনও একই ব্যক্তি হয়ে ওঠে সন্দেহপ্রবণ, কুটিল, স্বার্থপর। লড়াই করেও নিজের লক্ষ্যে পৌছানোর মানসিকতা থাকে।

প্রতিকারঃ-
শুভ রং হিসাবে হলুদ রঙের প্রভাব থাকবে। জীবনের কোনও রকম অশুভ প্রভাব দূর করার জন্য গাঢ় কমলা, সোনালি, কাঠের রং ব্যবহার করা যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement