Astrology

জেনে নিন বৃশ্চিক রাশির মানুষের কর্মজীবন কেমন হবে?

আপনার রাশি যদি হয় বৃশ্চিক তবে কর্মজীবন কেমন হবে দেখে নিন।

Advertisement

পার্থপ্রতিম আচার্য্য

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৭ ০০:০০
Share:

জেনে নিন বৃশ্চিক রাশির মানুষের কর্মজীবন কেমন হবে?

জন্ম থেকে মৃত্যুর আগে পর্যন্ত আমাদের নানা রকম বাধা বিপত্তি অতিক্রম করে সাফল্যের মুখ দেখতে হয়। কিন্তু সকলের স্বপ্ন সত্যি হয় না। কারণ রহস্যময় এই মানবজীবন তার জন্মকালীন গ্রহ নক্ষত্রের কঠোর অনুশাসনে পরিচালিত হয়। আমাদের জীবনে নানা ধরনের শুভ বা অশুভ ঘটনা, যা আমাদের ভাগ্যে পূর্ব নির্ধারিত হয়ে রয়েছে তা জানা যায় এক মাত্র জ্যোতিষশাস্ত্র অনুসারে। আপনার রাশি যদি হয় বৃশ্চিক তবে কর্মজীবন কেমন হবে দেখে নিন—

Advertisement

বৃশ্চিক রাশি

এই রাশির অধিপতি হল মঙ্গল। রাশির প্রতীক হল বিছা। কাজেই চলনে বলনে একটা অহংবোধ প্রকাশ পায়। ইচ্ছাশক্তি প্রবল, উচ্চাভিলাষী, স্মৃতিশক্তি সম্পন্ন, রক্ষণশীল ও কঠোর পরিশ্রমী। নিজের কার্যসিদ্ধির জন্য সব ধরণের কাজ করতে পারে। প্রবল কর্মশক্তি, প্রতিভা, ব্যক্তিত্ব, উদ্ভাবনী শক্তি, বাস্তব ও ব্যবহারিক জ্ঞান থাকায় অধিকাংশ কাজে সাফল্য আসে। কিন্তু জেদী মনোভাব এবং অতিরিক্ত অহংকারের কারণে গোপন শত্রুতার উদ্ভব হয়। কর্মক্ষেত্রে পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে শত্রুতার আঁচ লাগে।

Advertisement

তাই এই রাশির জাতক জাতিকাদের উচিত গ্রহাধিপতির জপ-তপ করা।

প্রণাম মন্ত্র -

‘ওঁ ধরণীগর্ভসম্ভুতং

বিদ্যৎপুঞ্জসমপ্রভম।

কুমারং শক্তিহস্তঞ্চ

লোহিতাঙ্গং নমামাহম্’।

জপ করার জন্যঃ

‘ওঁ হৃং শ্রীং মঙ্গলায়’

(অন্তত তিনবার)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement