জাতক জাতিকাদের কুম্ভ রাশির কর্মজীবন কেমন হবে জেনে নিন

কর্মক্ষেত্রে নিত্য নতুন সমস্যা অতিক্রম করে সকলেই একটা সুখী গৃহকোণের স্বপ্ন দেখে। কিন্তু সকলের স্বপ্ন সত্যি হয় না। কারণ রহস্যময় এই মানবজীবন তার জন্মকালীন গ্রহ নক্ষত্রের কঠোর অনুশাসনে পরিচালিত হয়।

Advertisement

পার্থ প্রতিম আচার্য

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৭ ০০:০০
Share:

জন্ম থেকে মৃত্যুর আগে পর্যন্ত আমাদের নানা রকম বাধা বিপত্তি অতিক্রম করে সাফল্যের মুখ দেখতে হয়। কর্মক্ষেত্রে নিত্য নতুন সমস্যা অতিক্রম করে সকলেই একটা সুখী গৃহকোণের স্বপ্ন দেখে। কিন্তু সকলের স্বপ্ন সত্যি হয় না। কারণ রহস্যময় এই মানবজীবন তার জন্মকালীন গ্রহ নক্ষত্রের কঠোর অনুশাসনে পরিচালিত হয়। ভাগ্য অনুযায়ী জীবনে নানা ঘটনা বা বিভিন্ন অনুকূল ও প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়। আমাদের জীবনে নানা ধরনের শুভ বা অশুভ ঘটনা, যা আমাদের ভাগ্যে পূর্ব নির্ধারিত হয়ে রয়েছে তা জানা যায় এক মাত্র জ্যোতিষশাস্ত্র অনুসারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মজীবন কেমন হয় দেখে নিন —

Advertisement

কুম্ভ রাশি

এই রাশির অধিপতি শনি। আত্মবিশ্বাস, সংস্কার-প্রিয়তা, একাগ্রতা, ধীর-স্থির ও সহিষ্ণুতা এই রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য। শুক্র, বুধ ও শনি যদি অনুকূলে থাকে তবে বিশেষ সাফল্য লাভ করে। কর্মজীবনে অতি অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠালাভ করতে সক্ষম হয়, আর তার কারণেই অন্যের ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায়। ক্রমেই প্রতিহিংসা গোপন শত্রুতায় রূপান্তরিত হয়ে কষ্ট দেয়। উত্থান পতনের মধ্যে দিয়ে এই রাশির জাতক-জাতিকাদের জীবন অতিবাহিত হয়। তাই এদের উচিত গ্রহাধিপতির জপ-তপ-প্রণাম করা।

Advertisement

প্রণাম মন্ত্র:-

‘ওঁ নীলাঞ্জন চয়প্রখ্যং

রবিসুনং মহাগ্রহম্।

ছায়ায়াঃ গর্ভসম্ভূতং

বন্দভক্ত্যা শনৈশ্চরম’।

জপ মন্ত্র:-

ওঁ ঐং হ্রীং শ্রীং শনৈশ্চরায়।

এছাড়া এই রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্য অর্জনে নীলা এবং রক্তপ্রবাল ধারণ করা উচিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন