সংখ্যাতত্ত্বের বিচারে ২০১৮ সাল আপনার কেমন যাবে

 এই বছরটি সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য যথেষ্ট উল্লেখযোগ্য হবে।চন্দ্রের প্রভাবের জন্য ২০১৮ সালকে বলা হচ্ছে ‘ওম্যান এমপ্লয়মেন্ট ইয়ার’।সুতরাং মহিলাদের উন্নতির জন্য এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ বছর। ৪-এর জাতক-জাতিকাদের জন্য ২০১৮ সাল যথেষ্ট চ্যালেঞ্জিং একটি বছর। 

Advertisement

পার্থ প্রতিম আচার্য্য

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৮ ০১:৩৭
Share:

এই বছরটি সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য যথেষ্ট উল্লেখযোগ্য হবে।চন্দ্রের প্রভাবের জন্য ২০১৮ সালকে বলা হচ্ছে ‘ওম্যান এমপ্লয়মেন্ট ইয়ার’।সুতরাং মহিলাদের উন্নতির জন্য এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ বছর।
এবার দেখে নেওয়া যাক আপনার জন্মতারিখ যে কোনও মাসের ৪, ১৩, ২২, ৩১ হলে ২০১৮ সাল কী নিয়ে আসবে।
৪-এর জাতক-জাতিকাদের জন্য ২০১৮ সাল যথেষ্ট চ্যালেঞ্জিং একটি বছর।
১। জাতক-জাতিকাদের অনেক ক্ষেত্রে নিজেদের সামর্থ্যের পরীক্ষা দিতে হতে পারে।
২। নিজেদের দক্ষতাকে প্রমাণ করার এটি একটি ভাল সময়।
৩। জাতক- জাতিকাদের পজিটিভ চিন্তাভাবনা নিয়ে সামনের দিকে এগিয়ে চলতে হবে।
৪। কর্মজীবনে কিছু চাপ আসতে পারে।
৫। প্রেমের ক্ষেত্রেও বাধা আসার সম্ভাবনা আছে।
৬। বর্তমান বছরে মানসিক উদ্বেগ বাড়ার প্রবণতা রয়েছে।
৭।জাতক-জাতিকাদের যোগা ও মেডিটেশন করা একান্ত জরুরি।
এদের বেশি উদ্বেগ না করাই ভালো।
৮।ছাত্র-ছাত্রী ,যারা পড়াশোনা করছেন, মনোযোগের অভাব হতে পারে। নিজেদের মোটিভেটেড রাখা জরুরি।
।বর্তমান বছরে কঠিন সময়ে মাথা ঠান্ডা রেখে আত্মবিশ্বাসের সঙ্গ এগিয়ে চললে সাফল্য আসবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement