আপনার জন্ম তারিখ ৮, ১৭, ২৬ ( যে কোনও মাসের) হলে, ২০১৮ আপনার কেমন যাবে

৮-এর জাতক-জাতিকাদের জন্য ২০১৮ সাল চ্যালেঞ্জিং হতে পারে।এই বছরটি সৃজণশীল পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য যথেষ্ট উল্লেখযোগ্য হবে।

Advertisement

পার্থ প্রতিম আচার্য্য

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৮ ০১:১৮
Share:

সংখ্যাতত্ত্বের বিচারে ২০১৮ সালকে যে সংখ্যাটি প্রভাবিত করছে, সেটি হল ২। কারণ ২+০+১+৮= ১১, ১+১= ২।সংখ্যাতত্ত্ব অনুযায়ী ২ সংখ্যার কারক হল চন্দ্র। সুতরাং ২০১৮ সালে আমাদের ওপর চন্দ্রের প্রভাব থাকবে।এই বছরটি সৃজণশীল পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য যথেষ্ট উল্লেখযোগ্য হবে।
জন্মতারিখ যে কোনও মাসের ৮, ১৭, ২৬ হলেঃ—
৮-এর জাতক-জাতিকাদের জন্য ২০১৮ সাল চ্যালেঞ্জিং হতে পারে। সময়টা আশানুরূপ ফল নাও দিতে পারে।জীবনের বিভিন্ন ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে।পারিবারিক জীবনে এই সময়ে একটু অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।ফলস্বরূপ মানসিক চাপ বাড়ার সম্ভাবনা আছে। স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে অযথা সন্দেহ না রাখাই ভালো।নিজেদের স্বাস্থ্যের প্রতি যথেষ্ট সাবধানী হওয়া দরকার।জীবনশৈলীর ওপর স্বাস্থ্য নির্ভর করে।সুতরাং নিজেদের জীবনশৈলী যত পজিটিভ হবে, তা স্বাস্থ্যের জন্য ভালো।দুশ্চিন্তাকে দুরে রেখে পজিটিভ ভাবে সামনের দিকে এগিয়ে চলা জরুরি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement