নামের আদ্যক্ষর ‘G’ হলে কেমন হবে আপনার ভাগ্য

নামের আদ্যক্ষর G হলে, বিচক্ষণতা ও বুদ্ধিমত্তার জোরে অনেক কঠিন কাজ সহজে করতে সক্ষম হয়।রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন। উপদেশদাতাও হতে পারেন।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৭ ০২:৩৩
Share:

আপনার নামের আদ্যক্ষর G হলেঃ—

Advertisement

১। নামের আদ্যক্ষর ‘জি’ হলে, জীবনে কালো ও বেগুনি রঙের প্রভাব বেশি থাকে।
২। এরা দৃঢ়চেতা হন।
৩। ছোটবেলা থেকে ৩০ বছর বয়স পর্যন্ত নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে জীবন চলতে থাকে এদের।
৪। এরা প্রখর বুদ্ধির জোরে জীবনে চলার পথের সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে এগিয়ে চলে।
৫। এরা বিচক্ষণতা ও বুদ্ধিমত্তার জোরে অনেক কঠিন কাজ সহজে করতে সক্ষম হয়।
৬। এরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন। উপদেশদাতাও হতে পারেন।
৭। যে সব কাজে সাধারণ মানুষের ঘৃণা জন্মে বা ভয় হয়, সেসব কাজ এরা অনায়াসে করতে পারে।
৮। সংস্কারের বিরুদ্ধাচরণ করতে এরা কোনরকম দ্বিধা করেন না।
৯। আর্থিক ব্যাপারে এরা যথেষ্ট হিসেবী।
১০। এদের চরিত্রের বিপরীত দিকটি কিন্তু প্রকারান্তরে নিজেরই ক্ষতি সাধন করে। বেশিরভাগ ক্ষেত্রে নিজস্ব ধ্যান ধারণা অন্যের উপর চাপিয়ে ভুল করে ফেলেন। এর ফলে সমাজের কাছে বিরাগভাজন হয়ে থাকেন।
১১। নিজের ইচ্ছা-অনিচ্ছার বিষয় নিয়ে অন্যের সঙ্গে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। মানসিক জটিলতা থেকে অশান্তিমূলক কর্তৃত্বের উদ্ভব ঘটে থাকে।
প্রতিকারঃ-

জীবনে অশুভ প্রভাব দূর করার জন্য কালো ও বেগুনি রং গুরুত্বপূর্ণ। সাদা ও উজ্জ্বল যে কোনও রঙের ব্যবহার মানসিক সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি করে জীবনের চলার পথকে মসৃণ করবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement