শুভ কাজে যাওয়ার আগে কী করবেন জেনে নিন

শুভ কাজে বেরনোর আগে প্রত্যহ আমাদের কিছু নিয়ম মানা উচিত। সকালে ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করে, মা-বাবা ও গুরুজনদের প্রণাম করে দিনটি শুরু করা উচিত।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৭ ০৫:০০
Share:

আমাদের সকলের ধারণা ‘শুভ কাজ শুভ ক্ষণেই করা উচিত’। কিন্তু আমরা যারা জ্যোতিষচর্চার সঙ্গে যুক্ত তারা জানি কোনও শুভ কাজের ব্যাখ্যা কী হতে পারে। ধরুন কেউ মাংস কাটে অর্থাৎ তার কাছে সেটা শুভ কাজ, কিন্তু অনেকের দৃষ্টিতে সেটা পাপ কারণ তা এক প্রকার জীব হত্যা। আরেকটি বিষয় যেমন ধরুন কন্যার বিবাহের জন্য কোনও পিতা জুয়া বা ফাটকায় লাভ হবে কিনা তা জানতে জ্যোতিষীর দ্বারস্থ হন। অর্থাত্ মানুষ যে কাজটি তার নিজের উদ্দেশ্য সাধনের জন্য করে তার কাছে সেটাই শুভ কাজ।
শুভ কাজে বেরনোর আগে প্রত্যহ আমাদের কিছু নিয়ম মানা উচিত। রাতে বিছানায় যাওয়ার আগে ইষ্ট দেব দেবী বা গুরু বা যিনি যে ঠাকুর বিশ্বাস করেন তার নাম স্মরণ করে এবং তার কাছে নিজেকে সমর্পণ করে দেওয়া উচিত। আবার পরের দিন সকালে ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করে, তারপর স্নান করে গুরু বা ঠাকুরের পূজা করে এবং বাড়িতে মা-বাবা ও গুরুজনদের প্রণাম করে দিনটি শুরু করা উচিত।

Advertisement

আসুন দেখে নেওয়া যাক কোনও শুভ কাজে যাওয়ার আগে আমাদের কী করা উচিত -

১) শুভ কাজে বেরনোর আগে সাদা চন্দনের তিলক পড়ে যান।
২) যদি নিজের রাশি জানা থাকে তাহলে সেই রাশি অনুযায়ী শুভ রঙের বস্ত্র পরিধান করুন।
৩) শুভ কাজে যাওয়ার আগে জ্যান্ত মাছ দেখে যাওয়া খুব শুভ।
৪) ঘরের দরজা থেকে বেরনোর সময় ডান দিকে একটি জলপূর্ণ ঘটি দেখে বেরনো খুব শুভ ফলপ্রদ হয়।
৫) শুভ কাজে বেরনোর আগে কারও সঙ্গে কোনও বচসা করে যাওয়া একদম উচিত না, তার ফলে শুভ কাজটি ভেস্তে যেতে পারে।
৬) শুভ কাজে যাওয়ার আগে দই ও চিনি বা দইয়ের বিকল্পে ঘি ও চিনি মুখে দিয়ে যান, সাফল্য আসবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন