নামের আদ্যক্ষরই আপনার পরিচয় এবং আপনার শুভ রং ও প্রতিকার

নামের আদ্যক্ষর ‘U’ হলে,এরা নিজের পোশাক ও সাজসজ্জা তো বটেই, এমনকি গৃহসজ্জাতেও দক্ষতার প্রশংসা পাবে। জাতক-জাতিকা শিল্পকলার সমস্ত বিষয়েই সাফল্য অর্জন করতে পারবে। এরা কোনও কাজ শেষ না হওয়া পর্যন্ত ছাড়ে না।

Advertisement

পার্থ প্রতিম আচার্য্য

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ০০:১০
Share:

নামের আদ্যক্ষর ‘U’ হলেঃ-

Advertisement

১। জাতক-জাতিকার নামের আদ্যক্ষর যখন ‘ইউ’ তখন লাল, কালো, নীল রং ব্যবহার করলে সব প্রচেষ্টায় যথাযোগ্য প্রেরণা জোগাবে।
২। এরা একদিকে যেমন ভাগ্যবান বলে বিবেচিত হবে, বিপরীত দিকে বহুক্ষেত্রে সম্যক গুণাবলী থাকা সত্ত্বেও যোগ্যতার দাম পাবে না।
৩। এদের বহু ক্ষেত্রে ভাগ্যহত বলে অনাদৃত হতে সময় লাগবে না।
৪। এরা নিজের পোশাক ও সাজসজ্জা তো বটেই, এমনকি গৃহসজ্জাতেও দক্ষতার প্রশংসা পাবে।
৫। জাতক-জাতিকা শিল্পকলার সমস্ত বিষয়েই সাফল্য অর্জন করতে পারবে।
৬। এরা কোনও কাজ শেষ না হওয়া পর্যন্ত ছাড়ে না।
৭। এরা যখন তখন ঈর্ষান্বিত হয়ে পড়ায় অনেক ক্ষেত্রে অসুস্থ হয়ে পড়তে পারে। যার ফলে অহেতুক সময়, স্বাস্থ্য, অর্থ সবই বিনষ্ট হবে।
৮। এদের বুদ্ধি স্থির ও শানিত হওয়ায় ব্যবসা, বাণিজ্য, চাকরি, রাজনীতি কোনওটাতেই পিছিয়ে থাকে না।
৯। এদের চরিত্রের মধ্যে কুটিলতা বেশি হলেও সহজে অন্যের চোখে ধরা পড়ে না।
১০। এরা প্রেমের খেলায় দক্ষ হবে। ফলে বিপরীত লিঙ্গের জাতক-জাতিকারা তার চারপাশে ভিড় জমাবে। তখন আর সাড়া দেওয়া ছাড়া অন্য কোনও উপায় থাকবে না।

প্রতিকারঃ—

Advertisement

অশুভ প্রভাব দূর করার জন্য লাল, কালো এবং নীল রঙের ব্যবহার করা দরকার। আবার গাঢ়, বেগুনি রং ব্যবহার করলে সুনাম যশ খ্যাতি বাড়বে। সামাজিক মর্যাদাও বৃদ্ধি পাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন