নতুন বছরে প্রাপ্তিযোগঃমিথুন রাশি

সহধর্মিনীর ভাগ্যে অর্থ লাভ। ব্যবসায় লাভ। গাড়ি, বাড়ির ইচ্ছা থাকলেও চট করে হবে না। কর্মক্ষেত্রে লাভ।  সরকারি চাকরির প্রাপ্তিযোগ, ব্যবসায় উন্নতি, নতুন কাজে হাত।

Advertisement

পার্থ প্রতিম আচার্য্য

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৭ ০২:০০
Share:

কালের গতিতে চলতে চলতে আমরা আজ ২০১৭-র শেষ ধাপে উপস্থিত হয়েছি। আর কয়েকদিন পর আমরা হই হই করে ২০১৮ সালকে বরণ করে নেব। নতুন বছরে কিছু পাওয়ার আশায় রয়েছি আমরা। আসুন দেখে নেওয়া যাক, আপনার রাশি যদি ‘মিথুন’ হয়ে থাকে তবে আপনার প্রাপ্তিযোগ কেমন।

Advertisement

মিথুন রাশিঃ
এই রাশির জাতকদের জুন মাসের শেষের দিক থেকে অগাস্ট মাস পর্যন্ত শারীরিক অনেক সমস্যার জন্য অর্থ ব্যয় হবে। প্রয়োজনে উপযুক্ত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেওয়া দরকার।কাজের ক্ষেত্রে তেমন উল্লেখযোগ্য কিছু উন্নতি লক্ষ করা যায় না।
জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলঃ

সহধর্মিনীর ভাগ্যে অর্থ লাভ। ব্যবসায় লাভ। গাড়ি, বাড়ির ইচ্ছা থাকলেও চট করে হবে না। কর্মক্ষেত্রে লাভ।

Advertisement


মে, জুন, জুলাই, অগাস্টঃ

শারীরিক কারণে যাবতীয় উন্নতিতে বাধা, আর্থিক ক্ষতি, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই একমাত্র আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে পারে।

সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরঃ

ভ্রাতৃ স্থানীয় কোনও ব্যক্তির দ্বারা সামাজিক ও আর্থিক উন্নতি, সরকারি চাকরির প্রাপ্তিযোগ, ব্যবসায় উন্নতি, নতুন কাজে হাত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement