বাড়িতে বৃক্ষরোপণের ভাল, মন্দ দিক কোনটি? জ্যোতিষ মতে জেনে নিন

আমাদের শাস্ত্রকারগণ, বাস্তুতে বৃক্ষাদির যে বিশেষ গুরুত্ব আছে তা অনুধাবন করে জানান সঠিক দিশায় বৃক্ষ রোপণ করা হলে তা শুভ ও ফলদায়ক হয়।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৭ ০০:৪৬
Share:

পদ্ম পুরাণে লেখা আছে জলাশয়ের ধারে, রাস্তার ধারে বৃক্ষাদি রোপণ করলে ব্যক্তিবর্গের স্বর্গসুখ হয়। বড় বড় শাস্ত্রে বন, উপবন, অরণ্য, তপোবন প্রভৃতির উল্লেখ আছে। আমাদের শাস্ত্রকারগণ, বাস্তুতে বৃক্ষাদির যে বিশেষ গুরুত্ব আছে তা অনুধাবন করে জানান সঠিক দিশায় বৃক্ষ রোপণ করা হলে তা শুভ ও ফলদায়ক হয়।

Advertisement

১ – বাড়িতে তুলসী গাছ রোপণ খুবই শুভ। এই গাছ যেমন ভালো ফল প্রদান করে,তেমনই বায়ুতে অক্সিজেন ছড়ায় ও জীবাণু ধ্বংস করে। স্বাস্থ্যের পক্ষেও খুব উপকারি তুলসী গাছ।

২ – বাস ভবনের ভিতর সুপারি, নারকেল, শাল, অশোক, বকুল, নাগকেশর, আম, আমলকী, সজিনা, টগর, দেবদারু প্রভৃতি বৃক্ষ রোপণে শুভ ফল প্রদান করে।

Advertisement

৩ – জ্যোতিষ শাস্ত্র মতে পদ্ম, মল্লিকা, টগর, কেতকী, কলা, পটল, জাম,সুপারি, কাঁঠাল এই সকল বৃক্ষ রোপণ করলে বাড়িতে লক্ষ্মী দেবীর আগমন ঘটে।

৪ – পশ্চিম, উত্তর, ও পূর্বদিকে ফুলের বাগান থাকলে গৃহস্বামীর শ্রী-বৃদ্ধি করে।

৫ – বাড়িতে অশোক, নাগকেশর, কাঁঠাল, বকুল খুবই শুভ দায়ক, এই বৃক্ষ রোপণে বাস্তুদোষ হরণ হয়।

৬ – বাড়ির টবে লাল, সাদা, গোলাপি, চম্পা, চামেলি এইসব গাছ শুভ ফল ডেকে আনে। টবটি মাটির বা পাথরের হলে খুব উপযুক্ত হবে।

৭ – গৃহ মধ্যে কাঁটা জাতীয় গাছ গৃহস্বামীর অমঙ্গল বার্তা নিয়ে আসে। কুল, বাবলা, মনসা, ক্যাকটাস, খুবই অশুভ ফল দেয়। যে সকল বৃক্ষ থেকে সাদা দুধ নিঃসৃত হয়, যাকে ক্ষীর বৃক্ষ বলে, যেমন বট, মহুয়া, আকন্দ, শিমুল, ইত্যাদি বিশেষভাবে অশুভ ফল দেয়।

৮ – ভবনের অভ্যন্তরে ডালিম বা বেদানা গাছ গৃহস্বামীর অসুস্থতা বা মৃত্যু ডেকে আনতে পারে।

৯ – বাড়িতে যাঁরা ক্যাকটাস রাখেন তার সঙ্গে তুলসী গাছ অবশ্যই রাখবেন।

১০ – যাঁরা ফ্ল্যাট বাড়িতে বাস করেন, গাছ লাগানোর জায়গা নেই, তারা অবশ্যই মাটির টবে তুলসী গাছ রাখুন, শুভ ফল পাবেন।

১১ – বনসাই বাড়িতে বাস্তুদোষ আহ্বান করে।

দিক অনুযায়ী শুভ ও অশুভ বৃক্ষ

এই বৃক্ষগুলি গৃহ সীমার বাইরে রোপণ করতে হবে

দিক

উত্তর

উত্তর-পূর্ব

পূর্ব

দক্ষিণ-পূর্ব

দক্ষিন

দক্ষিণ-পশ্চিম

পশ্চিম

উত্তর-পশ্চিম

শুভ বৃক্ষ

পাকুর

আমলকী

বট

বেদানা, ডালিম

গোলাপ, ডুমুর

তেঁতুল

আকন্দ

বেল

অশুভ বৃক্ষ

কলা, ডুমুর

কলা

আম, জাম, কলা,

কণ্টকপর্ণী (কাঁটাগাছ)

নিম

কদম্ব

কলা , আম , বট

কণ্টকপর্ণী

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement