কারখানা ভাল চলার বা উন্নতি হওয়ার কিছু সহজ উপায়

অর্থ ভাগ্য বা ব্যবসায় ভাগ্য বাড়াতে ব্যবসায়ের ঠাকুরের স্থানে পানিশঙ্খ রাখুন, এবং তাতে রোজ ফুল-জল দিন, ফুলটা অবশ্যই যেন সাদা রঙের হয়।অফিসের টেবিলে যেন ছুড়ি, কাঁচি অর্থাৎ ধারালো জিনিস যেন না রাখা হয়, তাহলে অফিস ভাল চলবে না কারণ এগুলো খুব অশুভ।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৭ ০০:৩০
Share:

১।ব্যবসার জায়গায় বা কারখানায় একটি গণেশের মূর্তি রাখুন এবং নিজের পছন্দ মতো যে কোনও একটি ফুল গণেশের পায়ে বা চরণে নিবেদন করুন ২১দিন । পর পর ২১দিন করতে হবে, একদিনও বাদ দিলে চলবে না। তারপর ২২দিনের দিন সব ফুল গুলো নিয়ে লাল শালু কাপড়ের মধ্যে বেঁধে গঙ্গায় বিসর্জন করে দিন। ব্যবসায় খুব ভাল ফল পাবেন।
২।অর্থ ভাগ্য বা ব্যবসায় ভাগ্য বাড়াতে ব্যবসার ঠাকুরের স্থানে পানিশঙ্খ রাখুন, এবং তাতে রোজ ফুল-জল দিন, ফুলটা অবশ্যই যেন সাদা রঙের হয়।
৩।ঘরের দক্ষিন-পূর্ব কোনে তামার পাত্রে আটটি কয়েন রেখে তাতে জল ভর্তি করে রাখলে ব্যবসায় আর্থিক উন্নতি বাড়ে।
৪।কোনও কারখানা যদি ভাল না চলে বা বন্ধ হওয়ার মতো পরিস্থিতি এসে যায়, তখন উত্তরদিকে যে কোনও কোণে কাঠের ফ্রেমে বাঁধানো একটি বড় আয়না ঝুলিয়ে রাখুন।তার কিছুদিন পর থেকে কারখানা ভাল চলবেই।
৫।অফিসের টেবিলে যেন ছুড়ি, কাঁচি অর্থাৎ ধারালো জিনিস যেন না রাখা হয়, তাহলে অফিস ভাল চলবে না কারণ এগুলো খুব অশুভ।
৬।ব্যবসায়ের জায়গায় ঠাকুর সবসময় রাখতে হবে গদির ডানদিকে বা মাথার উপরের দিকে, তাহলে ব্যবসায় খুব ভাল ফল পাবেন।
৭।অফিসের টেবিলে একটি বুদ্ধদেবের মূর্তি রাখুন এবং যদি সম্ভব হয় বৌদ্ধ মন্ত্র জপ করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement