কোন তিথিতে আপনার কার্যসিদ্ধি হবে দেখে নিন

চৈত্র মাসে শুক্ল প্রতিপদে, কার্তিক মাসে কৃষ্ণ প্রতিপদে, বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ায় কাজ করলে অবশ্যই কার্য সিদ্ধ হয়। এই তিথিগুলো হল স্বয়ং সিদ্ধ তিথি।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৭ ০৪:০০
Share:

সব তিথি সমান ফলদায়ক নয়। চৈত্র মাসে শুক্ল প্রতিপদে, কার্তিক মাসে কৃষ্ণ প্রতিপদে, বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ায় কাজ করলে অবশ্যই কার্য সিদ্ধ হয়। এই তিথিগুলো হল স্বয়ং সিদ্ধ তিথি। এই তিথিগুলোতে কার্য সিদ্ধ হবেই।
অন্যান্য তিথিতে কাজ করতে গেলে ওই তিথির স্বামী দেবতাকে পূজা করে কাজ আরম্ভ করতে হবে।
এখন দেখে নেওয়া যাক তিথি ও তাদের স্বামী দেবতাকে —
তিথি স্বামী
প্রতিপদ অগ্নিদেব
দ্বিতীয়া ব্রহ্মা
তৃতীয়া গৌরী
চতুর্থী গণেশ
পঞ্চমী শেষনাগ
ষষ্ঠী কার্তিক
সপ্তমী সূর্যদেব
অষ্টমী শিব
নবমী দুর্গা
দশমী কাল
একাদশী বিশ্বদেব
দ্বাদশী বিষ্ণু
ত্রয়োদশী কামদেব
চতুর্দশী শিব

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement