দশম ভাবের বিভিন্ন শুভ ও অশুভ যোগ

দশমপতি প্রবল হলে মানুষ দীর্ঘায়ু হয়। শনি প্রবল হলে এরা জীবনে খুব সফল হয়ে থাকে। দশমে দুই বা ততোধিক অশুভ গ্রহ আয়ুহানি করে ও জাতককে সমাজ বিরোধী করে।

Advertisement

পার্থ প্রতিম আচার্য্য

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৭ ০১:২৫
Share:

১। দশমপতি প্রবল হলে মানুষ দীর্ঘায়ু হয়। শনি প্রবল হলে এরা জীবনে খুব সফল হয়ে থাকে। দশমে দুই বা ততোধিক অশুভ গ্রহ আয়ুহানি করে ও জাতককে সমাজ বিরোধী করে।
২। দশমে শুভ গ্রহ থাকলে খুব সহজেই উন্নতি হয়। অশুভ গ্রহ থাকলে প্রচুর পরিশ্রমের পর সফলতা আসে।
৩। দ্বিতীয় ও দশমপতি যুক্ত হলে জাতক বা জাতিকার ব্যবসার মাধ্যমে বিপুল ধন সম্পদ হয় ।
৪। দশমপতি অষ্টমে থাকলে কর্মজীবনে খুব বাধা আসে। হঠাৎ পদচ্যুত হওয়ার সম্ভাবনাও থাকে। যদি শনি এই গ্রহটিকে দশমে দেখে,তাহলে স্থায়ী চাকরী হয় না।
৫। দশমপতি যদি বৃহস্পতি হয় ,তবে মিথুন লগ্নের জাতক ভাল আইনজ্ঞ হতে পারেন।
৬। তৃতীয়ে দশমপতি থাকলে দারিদ্রতা আসে তবে শুভ গ্রহ যুক্ত হলে, এই যোগ ধীরে ধীরে কেটে যায়।
৭। দশমপতি শনি ও মঙ্গলের ঘরে থাকলে বিশেষ অগ্রগতি হয় না। মানসিক ক্লেশ ভোগ করতে হয়।
৮। চন্দ্র, বুধ দশমে থাকলে শেষ বয়সে কষ্ট হয়।
৯। দশমে শুভ গ্রহ থাকলে জাতক বা জাতিকা শুভবুদ্ধি সম্পন্ন হয়। এবং অশুভ গ্রহ থাকলে দুষ্টবুদ্ধি সম্পন্ন হয়।
১০। দশমপতি মিথুন রাশিতে থাকলে জেরক্স, ফটোর দোকানের ব্যবসাতে সফলতা আসে। এছাড়া উল ও কাগজের ব্যবসাতেও সফলতা আসে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন