আপনার জন্ম তারিখই বলে দেবে আপনার ভবিষ্যৎ

এরা শান্তিপূর্ণভাবে থাকতে পছন্দ করে। তবে যে কোন প্রকার সমালোচনা এদের হতাশ করে। যদিও বিলাসিতা এরা পছন্দ করে তথাপি সব রকম পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতেও পারে। এরা খুবই বুদ্ধিমান হয়। 

Advertisement

পার্থ প্রতিম আচার্য্য

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ০০:০৫
Share:

জন্ম তারিখ ১৫ হলেঃ-
১। এই জন্মতারিখের মধ্যে এক(সূর্য), পাঁচ(বুধ), ছয়(শুক্র)- এর প্রভাব দেখা যায়।
২। এদের মধ্যে প্রবল আকর্ষণী শক্তি রয়েছে, যা অন্যদেরকে মুগ্ধ করে।
৩। এরা সুবক্তা হয়।
৪। এরা সঙ্গীত ,চিত্রকলা ,অভিনয় পছন্দ করে।
৫। যদিও বিলাসিতা এরা পছন্দ করে তথাপি সব রকম পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতেও পারে।
৬। এরা খুবই বুদ্ধিমান হয়।
৭। এরা শান্তিপূর্ণভাবে থাকতে পছন্দ করে। তবে যে কোন প্রকার সমালোচনা এদের হতাশ করে।
৮। যে কোনও প্রকার টেনশন থেকে নিজেকে দূরে রাখলে এদের পক্ষে খুব ভাল।
৯। এরা খুবই ভদ্র স্বভাবের হয়।
১০। এরা সঙ্কল্পে দৃঢ় থাকে।
১১। এরা বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে সহযোগিতা লাভ করে।

Advertisement

১২। উপার্জনের ক্ষেত্রে এটি খুব ভাল সংখ্যা।
১৩। যে প্রফেশনে এরা সফল হতে পারেন সেগুলো হল শিক্ষকতা, প্রকাশনা, চিত্রকলা, এবং মেডিক্যাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement