আপনার শুভ রং ও প্রতিকার

অশুভ প্রভাব দুর করার জন্য বেগুনি, সাদা এবং রূপোলি রং ধারণ করতে পারলে ভাল। আবার হলুদ সবুজ রঙের ব্যবহারও জীবনে অশুভ দিককে প্রশমিত করে শুভ প্রভাব নিয়ে আসবে।

Advertisement

পার্থ প্রতিম আচার্য্য

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৮ ০১:১৫
Share:

আপনার নামের আদ্যক্ষর ‘J’ হলেঃ

Advertisement

নামের আদ্যক্ষর ‘জে’ হলে জাতক জাতিকাদের জীবনে উজ্জ্বল বেগুনি, সাদা এবং রুপোলি রং বিশেষভাবে প্রভাব ফেলে। রাজনীতি, কূটনীতি থেকে শুরু করে ওকালতি, ব্যারিস্টারি, উন্নত বিজ্ঞানচর্চা, প্রযুক্তি বিদ্যা, গুপ্ত বিদ্যা প্রভৃতি পেশার মধ্যে জাতক জাতিকাদের অনায়াসে বিচরণ করতে দেখা যায়। এরা প্রচন্ড স্পষ্টভাষী, নিয়মানুবর্তি এবং শৃংখলাপরায়ণ হয়। আধ্যাত্মিক সাধনার পথে গেলে সহজে সিদ্ধিলাভ করতে পারে। নিজের জীবনকে অক্ষয় করার জন্য এরং অমরত্ব লাভের জন্য যে কোনও রকম স্বার্থত্যাগ করতে কুন্ঠিত হয় না। যে কোনও বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারায় মসৃণতার সাথে সম্মুখে এগিয়ে চলতে সক্ষম হয়। আপাতদৃষ্টিতে লাভ মনে হলেও পরবর্তীকালে এর মাশুল কিন্তু তার সংসার ও পরিবারের উপর বর্তাবে। বুদ্ধি ক্ষুরধার ও প্রখর হলেও সব সময় চঞ্চল স্বভাবের হবে। মন বিক্ষিপ্তও হতে পারে। জীবনে চলার পথে বেশিরভাগ ক্ষেত্রে অপ্রিয় চটজলদি উওর বা মন্তব্য প্রকাশ করে নিজেই বিভ্রান্তির মধ্যে ডুবে পড়তে পারে। কখনও কখনও অন্যের বিরাগভাজনও হতে পারে। অবশ্য তার জন্য মাশুলও দিতে হবে। জীবনে মনের রাশ টেনে ধরে রাখতে না পারলে অনেক অশুভ অভিজ্ঞতা হতে পারে।
প্রতিকারঃ-
অশুভ প্রভাব দুর করার জন্য বেগুনি, সাদা এবং রূপোলি রং ধারণ করতে পারলে ভাল। আবার হলুদ সবুজ রঙের ব্যবহারও জীবনে অশুভ দিককে প্রশমিত করে শুভ প্রভাব নিয়ে আসবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন