—প্রতীকী ছবি।
দীপাবলি আলোর উৎসব। দীপাবলি অশুভ শক্তি নাশেরও উৎসব। এই উৎসবের উৎপত্তি বা শুরুর কারণ এবং সময় সম্বন্ধে সঠিক তথ্য না মিললেও, নিশ্চিত ভাবে বলা যায় যে দীপাবলি একটি অতি প্রাচীন উৎসব। বেদে দীপাবলি উৎসবের উল্লেখ না মিললেও, ‘পদ্মপুরাণ’ এবং ‘স্কন্ধপুরাণে’ দীপাবলির উল্লেখ পাওয়া যায়।
দীপাবলি হল ভগবান রামচন্দ্রের দীর্ঘ বনবাসের পরে নিজ নগরী এবং নিজ গৃহে ফেরার দিন। ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠে দেবী লক্ষ্মীর কাছে ফেরা এবং ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর বিয়ের দিনও দীপাবলি হিসাবে পরিচিত।
এই দিন জীবনের অমানিশা দূর করার কামনা নিয়ে আমরা অন্ধকারে দীপ জ্বালাই। বিশ্বাস রাখি যে দীপের আলোয় আমাদের ভাগ্যও আলোকিত হবে। অশুভ শক্তি নাশকারিণী দেবীর আরাধনার মাধ্যমে অশুভ শক্তি নাশ করে শুভ শক্তি প্রাপ্তি কামনার উৎসব হল দীপাবলি। এই দিন অলক্ষ্মীকে বাড়ি থেকে বিদায় করে অর্থ, সম্পদ এবং সমৃদ্ধি প্রাপ্তির উদ্দেশ্যে দেবী মহালক্ষ্মীর উপাসনাও করা হয়।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–
অমাবস্যা আরম্ভ–
বাংলা– ৩ কার্তিক, সোমবার।
ইংরেজি– ২০ অক্টোবর, সোমবার।
সময়– দুপুর ৩টে ৪৬ মিনিট।
দীপাবলি, দেবগৃহাদিতে দীপ দান।
অমাবস্যা শেষ–
বাংলা– ৪ কার্তিক, মঙ্গলবার।
ইংরেজি– ২১ অক্টোবর, মঙ্গলবার।
সময়– বিকেল ৫টা ৫৫ মিনিট।
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে–
অমাবস্যা আরম্ভ-
বাংলা– ২ কার্তিক, সোমবার।
ইংরেজি– ২০ অক্টোবর, সোমবার।
সময়– দুপুর ২টো ৫৫ মিনিট ৫৬ সেকেন্ড।
দীপাবলি, দেবগৃহাদিতে দীপ দান।
অমাবস্যা শেষ–
বাংলা– ৩ কার্তিক, মঙ্গলবার।
ইংরেজি– ২১ অক্টোবর, মঙ্গলবার।
সময়– বিকেল ৪টে ২৫ মিনিট ২৩ সেকেন্ড।