ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
১৮ অক্টোবর ২০২৫, শনিবার ধনতেরস। ধনতেরস হল ধনসম্পদের উৎসব। ‘ধন’ শব্দের অর্থ হল ধনসম্পত্তি। ‘তেরস’ শব্দের উৎপত্তি হয়েছে ত্রয়োদশী তিথি থেকে। ত্রয়োদশী তিথিতে পালিত উৎসব ধনতেরস নামে পরিচিত। কথিত রয়েছে যে, এই দিনটি হল মা লক্ষ্মীর জন্মতিথি। এই দিন দেবীর আরাধনা করলে বিশেষ ফলপ্রাপ্তি ঘটে। মা লক্ষ্মীকে খুশি করা ও অর্থভাগ্য উন্নত করার উদ্দেশ্যে ধনতেরসের দিন নানা জিনিস কেনার চল রয়েছে। বহু মানুষই সারা বছর ধরে টাকা জমান ধনতেরসের দিন সোনা বা রুপোর গয়না কিনবেন বলে। কিন্তু সকলের পক্ষে সোনা বা রুপো কেনা সম্ভব হয়ে ওঠে না। বিশেষ করে আজকের দিনে। তাই অন্যান্য নানা জিনিস কেনার প্রতিও ঝোঁক থাকতে দেখা যায়। তবে যা-ই কিনুন না কেন, কেনার আগে রাশিতে কী সইবে আর কী সইবে না, সেটা জেনে নেওয়া জরুরি।
ধনতেরসের দিন কোন রাশির কী কেনা শুভ হবে?
মেষ: রুপো ও তামার পাত্র।
বৃষ: রুপোর মুদ্রা।
মিথুন: সোনা বা ব্রোঞ্জের তৈরি যে কোনও জিনিস।
কর্কট: রুপোর শ্রীযন্ত্র বা মুদ্রা।
সিংহ: সোনার গয়না, তামার পাত্র বা মুদ্রা।
কন্যা: সোনা বা পিতলের পাত্র।
তুলা: রুপোর যে কোনও গয়না বা অন্যান্য জিনিস। এ ছাড়া, বৈদ্যুতিন যন্ত্রপাতি বা রান্নাঘরের জিনিস।
বৃশ্চিক: স্থাবর বা অস্থাবর সম্পত্তি, রুপো বা সোনার গয়না, মাটির পাত্র অথবা তামার পাত্র।
ধনু: যানবাহন, পিতল বা সোনার তৈরি জিনিস।
মকর: বৈদ্যুতিন জিনিস, নীল-সাদা রঙের যে কোনও বস্তু, ঝাঁটা, গোমতীচক্র।
কুম্ভ: লক্ষ্মী-গণেশের ছবি নকশা করা রুপোর তৈরি পাত্র বা মুদ্রা, সাদা রঙের যে কোনও জিনিস।
মীন: গৃহস্থালীর যন্ত্রপাতি, বৈদ্যুতিন যন্ত্র, পিতলের বাসন ও সোনার গয়না।