Pearl Wearing Astrology

মুক্তোধারণে মন শান্ত হওয়ার বদলে অশান্ত হয় কিছু রাশির! তবে চার রাশির জন্য এই রত্ন শুভ, আপনি কোন দলে?

কোনও রত্নই জ্যোতিষীর পরামর্শ ছাড়া ধারণ করা উচিত নয়। এতে ভাগ্যের উন্নতির বদলে অবনতি ঘটতে পারে। মুক্তোও তেমনই একটি রত্ন।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ ১৩:৩৩
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

মন শান্ত করতে ও মাথা ঠান্ডা রাখতে কার্যকরী মুক্তো। শাস্ত্র অনুসারে, মুক্তোর সঙ্গে চন্দ্রের সম্পর্ক রয়েছে। জন্মছকে যে সকল ব্যক্তির চাঁদ দুর্বল থাকে তাঁদের মুক্তোধারণের নির্দেশ দেওয়া হয়। এরই সঙ্গে যাঁদের মন খুব চঞ্চল, তাঁদেরও মুক্তো পরার পারমর্শ দেওয়া হয়। কিন্তু কোনও রত্নই জ্যোতিষীর পরামর্শ ছাড়া ধারণ করা উচিত নয়। এতে ভাগ্যের উন্নতির বদলে অবনতি ঘটতে পারে। মুক্তোও তেমনই একটি রত্ন। বেশ কয়েকটি রাশি রয়েছে যাঁদের ভাগ্যে মুক্তো সহ্য হয় না। তেমনই আবার কয়েকটি রাশি রয়েছে যারা মুক্তো পরলে ভাগ্যের হাল বদলে যায়। আপনার রাশি কোন তালিকায় রয়েছে মিলিয়ে নিন।

Advertisement

কোন কোন রাশির জন্য মুক্তো শুভ?

মেষ: রাশিচক্রের প্রথম রাশি মেষের চতুর্থ ঘরের অধিপতি হল চন্দ্র। এই ঘরটি জমি, বাড়ি, গাড়ি প্রভৃতি বস্তুগত সুখকে পরিচালিত করে। এই রাশির জাতক-জাতিকাদের জন্য মুক্তো শুভ বলে মনে করা হচ্ছে। মুক্তোর সুপ্রভাবে এঁরা বিলাসবহুল জীবন কাটানোর সুযোগ পান।

Advertisement

কর্কট: চাঁদ হল কর্কট রাশির অধিপতি গ্রহ। সেই কারণে এই রাশির জাতক-জাতিকাদের অবশ্যই মুক্তো ধারণ করা উচিত। এতে এঁদের মন ও শরীরের ভারসাম্য বজায় থাকে। আর্থিক সুখ লাভ হয়।

তুলা: তুলা রাশির জন্যও মুক্তো অত্যন্ত কার্যকরী হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। তুলা রাশির দশম ঘরের অধিপতি চন্দ্র। সেই ঘরের সঙ্গে কর্মজীবনের সম্পর্ক রয়েছে। মুক্তোধারণে এই রাশির মানুষেরা পেশাক্ষেত্রে উন্নতি করতে পারেন।

মীন: মুক্তো মীন রাশির জন্য শুভ। এই রাশির পঞ্চম ঘরের অধিপতি গ্রহ চন্দ্র। মুক্তোধারণে এই রাশির ব্যক্তিরা নানা দিক থেকে ভাল ফল পেতে পারেন, বিশেষ করে সন্তান-ভাগ্য উন্নত হয়।

কোন কোন রাশির জন্য মুক্তো অশুভ?

বৃষ: মুক্তো বৃষ রাশির জন্য মোটেই শুভ নয়। এই রত্ন ধারণ করার ফলে বৃষ রাশির ভাইবোনের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটার আশঙ্কা দেখা দেয়।

মিথুন: মিথুন রাশির জাতক-জাতিকাদের মুক্তো ধারণ করা উচিত নয়। মুক্তো পরার ফলে এঁদের মানসিক চাপ কমার বদলে বেড়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। শরীরের উপরেও এর নেগেটিভ প্রভাব পড়তে পারে।

সিংহ: মুক্তো সিংহ রাশির জীবনে অর্থকষ্ট নিয়ে আসতে পারে। তাই এই রাশির ব্যক্তিদের মুক্তো পরা উচিত নয়।

কন্যা: অর্থভাগ্যে উন্নতি আনলেও, কন্যা রাশির ব্যক্তিদের জীবনে অবনতি আনার নেপথ্যেও কলকাঠি নাড়ে মুক্তো। তাই এই রাশির জাতক-জাতিকাদের মুক্তো থেকে দূরে থাকাই বুদ্ধির কাজ হবে।

বৃশ্চিক: বৃশ্চিক রাশিতে চাঁদ অনেক হালকা থাকে। তাই এই রাশির জাতক-জাতিকাদের মুক্তোধারণ শুভ ফল দেবে না। একান্তই মুক্তো পরার হলে সঙ্গে চন্দ্রযন্ত্র রাখতে পারলে ভাল হয়।

ধনু: মুক্তো ধনু রাশির ব্যক্তিদের মানসিক শান্তির বিঘ্ন ঘটায়। তাই এই রাশির মানুষদের মুক্তো পরা ঠিক নয়।

মকর: মকর রাশির জন্য মুক্তো শুভ নয়। মুক্তো পরলে এই রাশির ব্যক্তিদের মাথায় নেগেটিভ চিন্তার ভিড় বৃদ্ধি পায় বলে মনে করা হয়।

কুম্ভ: মুক্তোধারণে কুম্ভ রাশির ব্যক্তিদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাই এই রাশির জাতক-জাতিকাদের মুক্তো পরা উচিত নয়।

যে কোনও রত্ন ধারণের পূর্বে জ্যোতিষীর পরামর্শ নেওয়া আবশ্যিক। কোষ্ঠী বিচারে ফলের পরিবর্তন ঘটতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement