ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
বর্তমানকালে আট থেকে আশি, সকলের হাতেই থাকে মুঠোফোন। মোবাইল ছাড়া জীবন চালানোর কথা প্রায় কেউই এখন আর ভাবতে পারেন না। কিপ্যাড মোবাইলের যুগও এখন বিলুপ্তির পথে। সকলেই শখের স্মার্টফোন কেনার দৌড়ে শামিল হয়েছেন। আর তারই সঙ্গে সেই ফোনকে সাজিয়ে তোলার হিড়িকও দেখা যায়। প্রায় সকল মানুষই নিজেদের স্মার্টফোনকে আরও ‘স্মার্ট’ দেখানোর জন্য তাতে নানা রকম কায়দা করে থাকেন। নতুন নতুন থিম বেছে নেন, তারই সঙ্গে রাখেন মানানসই ওয়ালপেপার। বহু মানুষই ভগবানের ছবিকে নিজের মুঠোফোনের ওয়ালপেপার হিসাবে বেছে নেন। কিন্তু মোবাইলের ডিসপ্লেতে ঠাকুরের ছবি রাখা কি উচিত, সেই কথা আমরা অনেকেই কখনও ভেবে দেখি না।
শাস্ত্রমতে, মোবাইলের ওয়ালপেপারের বিশেষ গুরুত্ব রয়েছে। এক জন মানুষ তাঁর মোবাইলের জন্য কী ওয়ালপেপার বেছে নিচ্ছেন সেটির বিচার করে উক্ত মানুষ সম্বন্ধে অনেক কিছুই বলে দেওয়া সম্ভব। অনেকে মোবাইলের ওয়ালপেপারে ঠাকুরের ছবি বা তীর্থস্থানের ছবি রেখে থাকেন। শাস্ত্র জানাচ্ছে এই কাজ করা একদম উচিত নয়। এতে ভাগ্যের উপর কুপ্রভাব পড়তে পারে। জেনে নিন এর কারণ।
মোবাইলের ওয়ালপেপারে ভগবানের ছবি রাখা উচিত নয় কেন?