—প্রতীকী ছবি।
হাতের পাঁচটি আঙুল যেমন সমান হয় না, তেমনই রাশিচক্রের ১২টি রাশিও একে অপরের থেকে বহু ক্ষেত্রে আলাদা হয়। সব মানুষেরই নিজস্ব কিছু চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে। সেগুলির বেশ কিছু আসে রাশিগত প্রকৃতির দিক থেকে। রাশি অনুযায়ী মানুষের আচার-আচরণ বিচার করলে দেখা যায় উক্ত মানুষটির চারিত্রিক নানা দিকই আসে তাঁর রাশির জন্য। অর্থাৎ, এক জন মানুষের রাশি বিচার করলে সে মানুষ হিসাবে কেমন হতে পারে সেটির অনেক কিছুই বলে দেওয়া যায়। শাস্ত্র জানাচ্ছে, রাশিচক্রের পাঁচ রাশি রয়েছে যারা কোনও কাজে ভয় পায় না। এদের স্পর্ধা অন্যদের হার মানায়। জেনে নিন তারা কারা।
সাহসী রাশির দলে কারা রয়েছে?
মেষ: মঙ্গল দ্বারা পরিচালিত মেষ রাশির জাতক-জাতিকারা জীবনে চলার পথে আসা বাধাকে ভয় করেন না। এঁরা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান। কোনও কিছুরই তোয়াক্কা করেন না। এঁরা সফলতার রাস্তায় আসা কাঁটাগুলিকে আশীর্বাদ রূপে গ্রহণ করেন। ভয় পাওয়া বা পিছিয়ে পড়া এঁদের রাশিগত প্রকৃতিতে নেই। সময় যতই কঠিন হোক, এঁরা মুখে হাসি নিয়ে ঘুরে দাড়ান।
মিথুন: ঝুঁকিপূর্ণ কাজ করতে পছন্দ করেন মিথুন রাশির জাতক-জাতিকারা। কারণ তাঁরা মনে করেন যে, কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে পারলে জীবনে এঁরা এগিয়ে যেতে পারবেন। এঁরা নতুন জিনিস জানতে ও শিখতে ভালবাসেন। সেই আগ্রহকে সঙ্গে নিয়েই এঁরা এগিয়ে চলেন। শেখার তাগিদে জটিল সমস্যাকেও এঁরা সহজ সমাধান মেনে গলায় জড়িয়ে নেন। মিথুন রাশির ব্যক্তিরা বন্ধুমহলেও তাঁদের সাহসের জন্য নাম কোড়ান।
সিংহ: সূর্যের রাশি সিংহের তেজও সূর্য-সম। কোনও কিছুকেই ভয় পান না এঁরা। প্রশংসিত হতে পছন্দ করেন এই রাশির ব্যক্তিরা। আর তাঁদের সেই ইচ্ছা পূরণ করে তাঁদের সাহসী চরিত্র। সাহসের জন্য বন্ধুমহলে এঁদের বিশেষ নামডাক হয়। সাহসী সিংহ রাশির ব্যক্তিরা তাই কোনও কাজ করার আগে বা কথা বলার আগেও দু’বার ভেবে দেখেন না। কারণ এঁরা কোনও জটিলতারই তোয়াক্কা করেন না।
বৃশ্চিক: কঠিন পরিস্থিতিকে ভয় না করে, সেটিকে পরিকল্পনার সঙ্গে মোকাবিলা করতে পছন্দ করেন বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা। এঁরা নিজেদের উদ্দেশ্য পূরণ না করে থামেন না। বৃশ্চিক রাশির ব্যক্তিদের নিজের লক্ষ্য থেকে সরানো সহজ নয়। সাফল্যের পথে যা-ই আসুক না কেন, এঁরা কখনও থামেন না। বুক চিতিয়ে এগিয়ে চলেন জয়ের পথে। বৃশ্চিকের সাহসিকতার সামনে হার মানেন এঁদের শত্রুরাও।
মকর: মকর রাশির পরিচালক গ্রহ হল শনি। শনির আশীর্বাদে এই রাশির জাতক-জাতিকাদের ভয় অন্যান্যদের তুলনায় কম, প্রায় নেই বললেও ভুল বলা হয় না। এঁরা সাহসের সঙ্গে যে কোনও জটিল সমস্যার মোকাবিলা করতে সক্ষম। ভয় পেয়ে পিছিয়ে আসা এঁদের রাশিগত প্রকৃতিতে নেই। এঁরা এক বার যেটা করবেন বলে ভাবেন, সেটা করেই ছাড়েন। উদ্দেশ্য পূরণের জন্য নানা বাধা অতিক্রম করতেও ভয় পান না মকর রাশির ব্যক্তিরা।