Mole Astrology For Male

কোন ছেলের ভাগ্যে কী রয়েছে তা বলে দেবে শরীরের এক কোণে ফুটে ওঠা তিল! গোপন তথ্যের হদিস দিলেন জ্যোতিষী

পুরুষদের বিভিন্ন অঙ্গে থাকা তিলের তাৎপর্য বিশেষ। এর থেকে বলে দেওয়া যায় ভবিষ্যতে আপনার সঙ্গে ভাল বা খারাপ, কী হতে চলেছে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ ১১:৩৫
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

শরীরে তিল থাকা খুবই সাধারণ একটি ব্যাপার। প্রায় সকল মানুষেরই নানা অঙ্গে তিল থাকে। তবে পুরুষ হোক বা মহিলা, উভয়েরই কোন অঙ্গে তিল রয়েছে সেটির উপর নানা ব্যাপার নির্ভর করে। শাস্ত্রমতে, কোন অঙ্গে তিল রয়েছে সেটি বিচার করে নানা জিনিস বলে দেওয়া সম্ভব। পুরুষদের শরীরের বিভিন্ন অংশে থাকা তিলের তাৎপর্য বিশেষ। এর থেকে বলে দেওয়া যায় ভবিষ্যতে আপনার সঙ্গে ভাল বা খারাপ, কী হতে চলেছে। জেনে নিন পুরুষদের বিভিন্ন অঙ্গে থাকা তিলের মাহাত্ম্য কী।

Advertisement

পুরুষদের শরীরে কোন কোন অঙ্গে তিল থাকা শুভ?

ডান হাত: ছেলেদের ডান হাতে তিল থাকা শুভ। যে সকল ছেলেদের ডান হাতে তিল থাকে, তাঁরা সাধারণত কর্মঠ হন। নিজের পরিশ্রমের বলে প্রচুর অর্থ লাভ করেন। এঁরা কর্মজীবনে সাফল্য লাভ করেন।

Advertisement

ডান ভ্রু: ছেলেদের ডান ভ্রুর তলায় তিল থাকা অত্যন্ত শুভ লক্ষণ। এঁদের জীবনে কখনও অর্থের অভাব হয় না। এই সকল ছেলেরা প্রচুর অর্থলাভ করতে পারেন। খুব কম বয়সেই এঁরা খুব নামযশ অর্জন করেন।

চিবুক: ছেলেদের চিবুকে তিল থাকা অত্যন্ত শুভ। এই সকল ছেলেদের প্রেমভাগ্য দারুণ হয়। এঁরা বিবাহিত জীবনে অত্যন্ত সুখী হন। সম্পর্কক্ষেত্রে এঁদের কখনও বিশেষ কষ্ট পেতে হয় না।

ডান কাঁধ: ডান কাঁধে তিল থাকা ছেলেরা সাহসী প্রকৃতির হন। এঁরা কোনও কাজ করতে ভয় পান না। সব কিছু অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে করতে পারেন। প্রশাসনিক কাজে এঁরা বিশেষ সফলতা অর্জন করেন।

বুক: যে সকল ছেলেদের বুকের বাঁ দিকে তিল থাকে, তাঁদের সাংসারিক জীবন অত্যন্ত সুখের হয়। পরিবারের সদস্যরা সর্বদা এঁদের সমর্থন করেন। স্ত্রী-সন্তান নিয়ে এঁরা সুখে সংসার পাততে পারেন। এঁদের বিশেষ সাংসারিক ঝামেলার মুখে পড়তে হয় না।

নাভি: ছেলেদের নাভির কাছে তিল থাকা সৌভাগ্যের নির্দেশক। জীবনে প্রচুর ধনসম্পদের মালিক হন এঁরা। অভাব কখনও এঁদের ছুঁতে পারে না। বিলাসবহুল জীবন কাটানোর সুখ পেয়ে থাকেন এই সকল ছেলেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement