—প্রতীকী ছবি।
এই বছর দুর্গাপুজো সেপ্টেম্বরে পড়লেও, অক্টোবরে যে কোনও বিশেষ পুজো নেই তা কিন্তু নয়। লক্ষ্মীপুজো থেকে কালীপুজো, সবই হবে অক্টোবরে। এরই সঙ্গে নানা গ্রহও তাদের স্থান পরিবর্তন করবে। ফলত সকলের জীবনেই নানা পরিবর্তন দেখা যাবে। কেউ ভাল ফল পেলেও, কারও ভাগ্যে কিছু না কিছু খারাপ থাকবেই। বিভিন্ন গ্রহের অবস্থান অনুযায়ী, অক্টোবর মাসটি পাঁচ রাশির জন্য অত্যন্ত সুখকর হতে চলেছে। জেনে নিন তালিকায় কারা রয়েছে।
অক্টোবর মাসটি কোন পাঁচ রাশির ভাল কাটবে?
বৃষ: অক্টোবর মাসটি বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য আশীর্বাদ বয়ে নিয়ে এসেছে। অর্থকষ্ট থেকে মুক্তি মিলবে। দেনার বোঝা বয়ে বেড়াতে হবে না। আয়ের নতুন রাস্তা খুঁজে পাবেন। কর্মক্ষেত্রেও সকল সমস্যা মিটে যাবে। সমাজে আপনার মানসম্মান বৃদ্ধি পাবে। অক্টোবরে বৃষের ভাগ্য ভালর দিকে বদলাতে পারে বলে মনে করা হচ্ছে।
কর্কট: কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য অক্টোবর মাসটি অত্যন্ত শুভ হতে চলেছে। কর্মক্ষেত্রের সকল জটিলতা কেটে যাবে। শুরু হবে সুখের সময়। বিয়ের যোগাযোগ আসতে পারে। মানসিক শান্তি লাভ করবেন। যে কোনও কাজে সফলতার স্বাদ পেতে পারেন বলে মনে করা হচ্ছে। বহু দিন ধরে কিছু করার কথা ভেবে থাকলে এই মাসে সেটি করে ফেলতে পারেন।
কন্যা: পেশার দিক দিয়ে অক্টোবর মাসটি কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত আনন্দময় হবে। পদোন্নতির সুযোগ পাবেন। অফিসে সবাই আপনার গুণগান গাইবেন। পরিশ্রমের যোগ্য ফল পাবেন কন্যা রাশির ব্যক্তিরা। এরই সঙ্গে এই মাসে ইচ্ছা পূরণেরও সুযোগ পেতে পারেন। বহু দিন ধরে মনের কোণে লুকিয়ে থাকা কোনও ইচ্ছা এই মাসে পূরণ হতে পারে।
বৃশ্চিক: আটকে থাকা কাজের চিন্তা থেকে অক্টোবরে বৃশ্চিক রাশির ব্যাক্তিরা মুক্তি পাবেন। না হয়ে থাকা কাজগুলি একে একে মিটে যাবে। আটকে থাকা টাকাও পেয়ে যেতে পারেন। পরিবারে শান্তিময় পরিবেশ বিরাজ করবে। ছেলে-মেয়ের কোনও কাজে আপনি গর্বিত বোধ করবেন। স্বাস্থ্যেরও উন্নতি ঘটবে। পেশাক্ষেত্রে উন্নতির সুযোগ পাবেন।
ধনু: অক্টোবর মাসটি ধনু রাশির জাতক-জাতিকাদেরও খুব ভাল কাটবে। আয়ের নতুন পথ খুঁজে পাবেন। মনের মতো চাকরির হদিস পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিবাহিত জীবনে প্রেম বাড়বে। সংসারে সুখ-শান্তি বজায় থাকবে। বহু দিন ধরে চলে আসা কোনও ঝামেলা থেকে রেহাই পাবেন। হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে।