ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
ধনতেরস এলেই মানুষের ধুম পড়ে সোনা-রুপো কেনার। যদিও সোনার দাম গগনচুম্বী, তবে জমানো টাকা থেকে একটা রুপোর লকেট এই সময় কেনা যেতেই পারে। অনেকে এই সময় গাড়ি-বাড়িও কিনে থাকেন। অনেকেই সারা বছর ধরে টাকা জমান এই সময়ে এসে মূল্যবান জিনিসগুলি কেনার জন্য। কারণ, ধনতেরসে এই সকল জিনিস কেনাকে অত্যন্ত শুভ মনে করা হয়। তবে কেবল ধনতেরসের দিন বা তার আগের দিনই নয়, সারা মাস জুড়েই নানা শুভ দিন রয়েছে যে সময় পছন্দের জিনিস কেনা যেতে পারে। সেটির হদিস দিলেন জ্যোতিষী।
ধনতেরস কবে পড়ছে?
এই বছর ১৮ অক্টোবর, শনিবার পড়ছে ধনতেরস।
ধনতেরসের সময় কেন সোনা-রুপো কেনা হয়?
ধনতেরস বা ধনত্রয়োদশী আসলে ধন-সম্পদের উৎসব। দেবী ধনলক্ষ্মী এবং ধনদেবতা কুবেরের পুজোয় মেতে ওঠার দিন। দারিদ্রকে সরিয়ে, অভাবকে জয় করে, সংসারে সমৃদ্ধি আনার উৎসব হিসাবেই বাংলা তথা গোটা দেশে পালিত হয় এই দিনটি। প্রচলিত বিশ্বাস বলে, ধনতেরসের সময় কিনলে তাতে আকৃষ্ট হয়ে মা লক্ষ্মী আসেন বাড়িতে। তাঁর আশীর্বাদ সংসারে সমৃদ্ধি আনে। তা থেকেই এই দিনে মূল্যবান ধাতু কেনার চল।
ধনতেরসের মাসে ধাতু কেনার শুভ দিনগুলি কবে?
ধনতেরস ছাড়াও এই মাসের বাকি দিনগুলিতে সোনা কেনা যেতে পারে। সোনা ছাড়াও রুপো, পিতল প্রভৃতি ধাতু কিনতে পারেন। ৭ অক্টোবর, ১০ অক্টোবর, ১২ অক্টোবর, ১৩ অক্টোবর, ১৫ অক্টোবর, ১৭ অক্টোবর, ১৮ অক্টোবর, ১৯ অক্টোবর মূল্যবান ধাতু কেনার জন্য বেছে নিতে পারেন।
ধনতেরসের মাসে গাড়ি-বাড়ি কেনার শুভ দিনগুলি কবে?
ধনতেরসের মাসে ধাতু ছাড়াও অনেকে গাড়ি-বাড়ি বা অন্যান্য সম্পদ কিনে থাকেন। সারা বছর ধরে এই সময়কালের অপেক্ষা করে থাকেন অনেকে। কারণ এই সময়টিকে সম্পদ কেনার জন্য শুভ মনে করা হয়। ১৬ অক্টোবর, ১৭ অক্টোবর, ১৮ অক্টোবর, ১৯ অক্টোবর, ২৩ অক্টোবর ও ২৪ অক্টোবর বাড়ি, জমি ও গাড়ি কেনার জন্য শুভ।