ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
৩ অক্টোবর, শুক্রবার রাতে পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে শনি। বক্রীদশাতেই ঘর পরিবর্তন হবে শনির। উত্তরভাদ্রপদ থেকে পূর্বভাদ্রপদে গমন করবে শনি। সেখানেই থাকবে ২০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। পূর্বভাদ্রপদ হল বৃহস্পতির নক্ষত্র। অন্য দিকে বক্রীদশায় নক্ষত্র পরিবর্তন করলেও, পূর্বভাদ্রপদে থাকাকালীনই শনি বক্রীদশা মুক্ত হবে। চলতি বছরের ২৮ নভেম্বর শনি বক্রীত্ব ত্যাগ করবে। পূর্বভাদ্রপদে শনির অবস্থানের ফলাফলস্বরূপ সমস্ত রাশিকেই কিছু না কিছু ফল ভোগ করতে হবে। বক্রীত্ব ত্যাগের পর সেই ফল আরও মারাত্মক রূপ ধারণ করবে বলে বিশ্বাস। শনির নক্ষত্র পরিবর্তনের ফলে কিছু রাশি যেমন ভাল ফল পাবেন, তেমনই কিছু রাশিকে ভুগতেও হবে। খারাপ ফলের পরিমাণ আরও বাড়বে যখন শনি বক্রীত্ব ত্যাগ করবে। জেনে নিন কারা খারাপ ফল পাবেন।
শনির নক্ষত্র পরিবর্তনের ফলে কারা ভুগতে পারেন?
মেষ: এই সময়কালে মেষ রাশির জাতক-জাতিকাদের সতর্ক থাকা উচিত। শনির নক্ষত্র পরিবর্তন এঁদের জন্য আশঙ্কাজনক সময় বয়ে আনতে পারে বলে মনে করা হচ্ছে। মানসিক চাপ তুলনামূলক ভাবে বাড়তে পারে। কাজে মন বসবে না। ফলত কর্মক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হবে। শারীরিক নানা সমস্যা দেখা দিতে পারে। নিজের খেয়াল রাখুল। উচ্ছৃঙ্খল জীবনযাপন ত্যাগ করুন। অর্থহানির আশঙ্কা রয়েছে।
তুলা: তুলা রাশির ব্যক্তিদের জন্য শনির নক্ষত্র পরিবর্তন সুবিধার হবে না। দাম্পত্য সম্পর্কে অশান্তি বাধতে পারে। ছোটখাটো বিষয়ে ঝামেলা লেগেই থাকবে। কথার উপর রাশ না টানতে পারলে সেই ঝামেলা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সচেতন থাকুন। না হলে খুব বড় ক্ষতির মুখে পড়তে হবে। অবিবাহিত জাতক-জাতিকাদের বিয়েতে বাধা আসতে পারে। এই সময় চোখকান খোলা রেখে চলতে হবে। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে।
মীন: শনির সাড়েসাতি চলছে মীন রাশির ব্যক্তিদের। তারই মধ্যে শনির নক্ষত্র পরিবর্তন ও বক্রীদশা ত্যাগ করা এঁদের জন্য আরও ঝামেলাদায়ক হয়ে উঠবে। অর্থের দিক দিয়ে দারুণ ক্ষতির সম্মুখীন হতে হবে। এই সময় ভুলেও কোথাও বিনিয়োগ করে বসবেন না। লাভের বদলে ক্ষতির আশঙ্কাই বেশি দেখা যাচ্ছে। ফাটকা থেকে দূরে থাকবেন। কর্মক্ষেত্রে বুঝেশুনে কথা বলবেন, না হলে সমস্যা বৃদ্ধি পাবে। সময় যতই কঠিন হোক, ধৈর্য হারালে চলবে না। মাথা ঠান্ডা রাখতে হবে।