Astro Tips

নতুন গাড়ি কেনা থেকে ব্যবসা শুরু, যে কোনও শুভ কাজের আগে নারকেল ফাটানো কি শাস্ত্রসম্মত? এর তাৎপর্য কী?

যে কোনও বিশেষ কাজ শুরু করার আগে আমরা নারকেল ফাটিয়ে থাকি। বিশ্বাস করা হয় যে সেই নারকেল যদি ভাল বেরায় তা হলে কাজটিতে সাফল্য আসবে বা সব ঠিকঠাক চলবে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ ১৩:৩০
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

হিন্দু ধর্মে নানা আচারই এমন রয়েছে যা যুগের পর যুগ ধরে পালন হয়ে আসছে। সেগুলির মধ্যেই একটি হল কোনও শুভ কাজের আগে নারকেল ফাটানো। যে কোনও বিশেষ কাজ শুরু করার আগে আমরা নারকেল ফাটিয়ে থাকি। বিশ্বাস করা হয় যে সেই নারকেল যদি ভাল বেরায় তা হলে কাজটিতে সাফল্য আসবে বা সব ঠিকঠাক চলবে। কিন্তু নারকেলটি খারাপ বেরোলোই কপালে দেখা যায় চিন্তার ভাজ। মনের মধ্যে একটা চাপা ভয় কাজ করতে থাকে। মনে করা হয়, এক্ষেত্রে কাজের মাঝে কোনও বিপদ দেখা দিলেো দিতে পারে।

Advertisement

নতুন গাড়ি কেনা থেকে ব্যাবসা শুরু করা, এমনকি গৃহপ্রবেশের আগেও অনেক সময় নারকেল পাটানো হয়ে থাকে। কিন্তু এই রীতি কি শাস্ত্রসম্মত? শুভ কাজের আগে নারকেল ফাটালে কি সত্যিই কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, না কি সবটাই নিছক কুসংস্কার। সেই সম্বন্ধে জানালেন জ্যোতিষী।

শুভ কাজ শুরুর আগে কেন নারকেল ফাটানো হয়?

Advertisement

হিন্দু ধর্মে প্রায় প্রতিটি পুজোর ক্ষেত্রেই নারকেল ব্যবহার করা হয়। নারকেলের অপর নাম শ্রীফল। নারকেল ভগবান গণেশের অন্যতম প্রিয় একটি ফল। যে কোনও শুভ কাজের আগে নারকেল ফাটানোর ঐতিহ্যটি অতি প্রাচীন। এটি ভগবান গণেশের উদ্দেশ্যেই ফাটানো হয়। নারকেল ফাটানোর অর্থ হল নিজের সকল অহংকার দূর করা। নারকেলের বাইরের আবরণটি শক্ত। সেটিকে ফাটানো মানে এত দিন ধরে করে আসা সকল পাপ ভেঙে বেরিয়ে আসা। নারকেলের ভিতরের নরম অংশটির তুলনা করা হয় মানুষের মনের। শক্ত আবরণ ভেঙে বেরিয়ে আসে নরম মন। সেখান থেকে জল বেরিয়ে সমস্ত পাপ ধুয়ে যায় বলে বিশ্বাস করা হয়। হয় শুভারম্ভ। সেই ভাবেই নারকেলের ভিতরটি খারাপ বেরোলে মনে একটা চিন্তা কাজ করে। কিন্তু সেটি যে খারাপ ইঙ্গিতই দেয় এ বিষয়ে হলফ করে শাস্ত্রে কিছু বলা নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement