Jupiter in Cancer 2025

দীপাবলির আগেই ঘটবে চমৎকার! বৃহস্পতির কর্কটে প্রবেশে সুসময় শুরু হবে তিন রাশির, ঊর্ধ্বমুখী হবে উন্নতির গ্রাফ

বৃহস্পতির কর্কটে প্রবেশের ফলে তিন রাশির জীবনে আমূল পরিবর্তন দেখা দিতে পারে বলে জানাচ্ছে জ্যোতিষী। এই পরিবর্তন হবে ভালর দিকেই। নানা দিক থেকে উন্নতি করতে পারবেন সেই তিন রাশির ব্যক্তিরা।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ ১১:১৮
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

১৮ অক্টোবর বৃহস্পতি কর্কটে প্রবেশ করব। বর্তমানে বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে। অক্টোবরের ১৮ তারিখ সেটি মিথুন থেকে পরবর্তী রাশি কর্কটে গমন করবে। সেখানেই থাকবে ৪ ডিসেম্বর পর্যন্ত। দ্রুতগতি সম্পন্ন হওয়ার কারণে বৃহস্পতি এক রাশিতে বেশি দিন ধরে থাকে না। এর ফলে বৃহস্পতির প্রভাব দানের সময়কালও হয় কম। ভাল হোক বা খারাপ, উভয় প্রভাবই এই গ্রহ বেশি দিন ধরে দান করে না। বৃহস্পতির কর্কটে প্রবেশের ফলে তিন রাশির জীবনে আমূল পরিবর্তন দেখা দিতে পারে বলে জানাচ্ছে জ্যোতিষী। এই পরিবর্তন হবে ভালর দিকেই। নানা দিক থেকে উন্নতি করতে পারবেন সেই তিন রাশির ব্যক্তিরা। তালিকায় কারা রয়েছে জেনে নিন।

Advertisement

কোন তিন রাশির জীবনে পরিবর্তন দেখা দেবে?

মিথুন: বৃহস্পতি মিথুন ছেড়ে কর্কটে প্রবেশ করলে এই রাশির জাতক-জাতিকারা হাতে ‘সোনার চাঁদ’ পাবেন। মনের মতো কাজের সন্ধান পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনাও দেখা যাচ্ছে। আয়ের নতুন উৎসের হদিস পেতে পারেন। ব্যয় কমবে, এর ফলে আর্থিক ক্ষেত্রেও স্থিতিশীলতা আসবে। উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই সময়কাল অত্যন্ত অনুকূল হতে চলেছে বলে মনে করা হচ্ছে। যে কোনও পরীক্ষায় সফল হবেন। দাম্পত্য সম্পর্কেরও উন্নতি ঘটবে।

Advertisement

কন্যা: কন্যা রাশির জন্যও বৃহস্পতির স্থান পরিবর্তন শুভ হতে চলেছে। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে। এরই সঙ্গে পদোন্নতিরও সুযোগ পাবেন। কাজের জায়গায় সবাই আপনার কদর বুঝতে পারবে। পরিশ্রমের যোগ্য ফল পাবেন। বহু দিন ধরে আটকে থাকা কাজ মিটে যাবে। পারিবারিক সমস্যার অবসান ঘটে সুখের সময় শুরু হবে। যাঁরা বহু দিন ধরে বিয়ের চেষ্টা করছেন, তাঁদের অপেক্ষার অবসান ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। সমাজেও নামডাক বৃদ্ধি পাবে।

মীন: এই সময়কাল মীন রাশির ব্যক্তিদের জন্য আশীর্বাদ রূপে নেমে আসবে। কর্মক্ষেত্রের জটিলতা থেকে রেহাই পাবেন। আপনার আত্মবিশ্বাস আগের থেকে তুলনামূলক ভাবে বৃদ্ধি পাবে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভের মুখ দেখতে পাবেন। প্রেমের ক্ষেত্রেও ভাল ফলের আশা রাখতে পারেন। সম্পর্কে সুখের রং লাগবে। বহু দিন ধরে চলে আসা সমস্যার অবসান ঘটবে। আর্থিক দিক থেকে ভাল অবস্থায় পৌঁছোতে পারেন বলে মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement