ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
প্রতিটি গ্রহই নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করে। ধীর গতির গ্রহেরা দ্রুত গতির গ্রহদের তুলনায় অপেক্ষাকৃত বেশি সময় অন্তর রাশি পরিবর্তন করে থাকে। জ্যোতির্বিদ্যায় বা বিজ্ঞান অনুসারে সূর্য নক্ষত্র হলেও, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্যকে গ্রহ বলে মনে করা হয়। কারণ, শাস্ত্র অনুযায়ী বিচার করলে সূর্য গ্রহের ন্যায়ই ফল দান করে থাকে। আগামী ১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার রাশি পরিবর্তন করবে সূর্য। প্রবেশ করবে তুলাতে। থাকবে ১৬ নভেম্বর পর্যন্ত। তুলায় প্রবেশের সঙ্গে সঙ্গে রবি চিত্রা, স্বাতী এবং বিশাখা নক্ষত্রও স্পর্শ করবে। যদিও তুলাতে রবি নীচস্থ থাকবে। এর ফলে এই রাশির ব্যক্তিরা ভাল বা খারাপ, কোনও ফলই বিশেষ পাবেন না। কিন্তু তিন রাশির জাতক-জাতিকাদের এই এক মাস দারুণ কাটতে চলেছে বলে মনে করা হচ্ছে। জেনে নিন তাঁরা কারা।
কোন তিন রাশি লাভবান হবেন?
বৃষ: রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রবির রাশি পরিবর্তনে লাভবান হবে। এদের ভাগ্যে নানা দিক থেকে সুপরিবর্তন আসতে পারে বলে বিশ্বাস করা হচ্ছে। প্রেম বিয়ে পর্যন্ত এগোতে পারে। সম্পর্কক্ষেত্রে সুদিন ফিরবে। অর্থসমস্যাও পিছু ছাড়বে। এই সময় আয়ের কোনও নতুন পথ খুঁজে পেতে পারেন এই রাশির ব্যক্তিরা। এই সুযোগ হাতছাড়া করা উচিত হবে না।
ধনু: ধনু রাশির ব্যক্তিদের জন্য সূর্যের রাশি পরিবর্তন সুখের সময় বয়ে আনবে। কর্মক্ষেত্রে বহু দিন ধরে চলে আসা জটিলতা থেকে মুক্তি পাবেন। পদোন্নতির সুযোগ দেখা যাচ্ছে। জীবনে নতুন প্রেমের আগমন ঘটতে পারে। একাকিত্বের থেকে রেহাই মিলবে। সাংসারিক সমস্যার কিছুটা হলেও অবসান ঘটবে। পরিবারে শান্তির পরিবেশ বিরাজ করবে।
মকর: রবির রাশি পরিবর্তনে লাভবান হবেন মকর রাশির জাতক-জাতিকারা। এই রাশির অর্থভাগ্যে চোখে পড়ার মতো বদল আসবে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। সম্পত্তি লাভ হতে পারে। শারীরিক সমস্যার থেকে কিছুটা হলেও মুক্তি মিলবে। দাম্পত্য সম্পর্কের উন্নতি ঘটবে। সন্তানের কোনও কাজে গর্বিত বোধ করবেন। সব মিলিয়ে এই এক মাস মকর রাশির খুব ভাল কাটবে।