ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
শনিদেবের প্রকোপ থেকে রক্ষা করে নীলা। যে সকল মানুষের কোষ্ঠীতে শনি খারাপ অবস্থায় থাকে বা যাঁরা শনির কুপ্রভাবে ভুগছেন, তাঁদেরকে নীলা ধারণের পরামর্শ দিয়ে থাকেন জ্যোতিষীরা। নীলা পরার গুণাগুণ অনেক। কিন্তু এই রত্ন ধারণে আবার শনির কোপ বৃদ্ধিও পেতে পারে। কারণ সকলের ভাগ্যে নীলা সহ্য হয় না। তবে চার রাশি রয়েছে যাদের জন্য নীলা অত্যন্ত শুভ। নীলা ধারণে এদের ভাগ্যের ভোল বদলে যায়। জেনে নিন তারা কারা।
কোন চার রাশির জন্য নীলা শুভ?
বৃষ: রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষের অধিপতি গ্রহ হল শুক্র। শাস্ত্রমতে, শুক্র ও শনির মধ্যে সম্পর্ক ভাল। তাই বৃষ রাশির ব্যক্তিরা নীলা ধারণে ভাল ফল পান। এঁদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। যে কোনও কাজের প্রতি তাগিদ বাড়তে দেখা যায়। অলসতা কাটে। আর্থিক ক্ষেত্রও উন্নত হয়।
মিথুন: মিথুন রাশির মন সাধারণত খুব চঞ্চল থাকে। এই রাশির জাতক-জাতিকারা বড্ড বেশি চিন্তাও করেন। নীলা ধারণে এঁদের চিন্তার পরিমাণ কিছুটা হলেও কমে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উন্নত হয়। অর্থকষ্ট থেকে মুক্তি পান। যে কোনও কাজে মন দিতে পারেন। একাগ্রতা বৃদ্ধি পায়।
মকর: শনি দ্বারা পরিচালিত মকর রাশির জাতক-জাতিকাদের জন্য নীলা শুভ। নীলা ধারণে এঁরা কর্মক্ষেত্রে দারুণ ফল লাভ করেন। নীলা এঁদের সফলতার শীর্ষে পৌঁছোতে সাহায্য করে। জীবনে সব দিক থেকেই উন্নতি লাভ করেন এই রাশির ব্যক্তিরা। শনি এঁদের দু’হাত ভরে আশীর্বাদ করেন।
কুম্ভ: কুম্ভ রাশির অধিপতি গ্রহও শনি। তাই এই রাশির জাতক-জাতিকারাও নীলা ধারণে চোখে পড়ার মতো ফল পান। সমস্যসঙ্কুল জীবন থেকে সকল সমস্যা দূর হয়ে যায়। কর্মক্ষেত্রে দারুণ উন্নতি হয়। সফলতার পথে থাকা সমস্ত বাধা কেটে যায়। জীবনে খুশির সময়কাল শুরু হয়।
যে কোনও রত্ন ধারণের পূর্বে জ্যোতিষীর পরামর্শ নেওয়া আবশ্যিক। কোষ্ঠী বিচারে ফলের পরিবর্তন ঘটতে পারে।