টাকার সমস্যা বড় সমস্যা। হাতে
টাকা থাকলে জীবনের অনেক ঝামেলারই সমাধান খুঁজে বার করা যায়। কিন্তু টাকার অভাব
থাকলে মনে হয় অন্যান্য সমস্যাও মাথা চাগাড় দিয়ে উঠছে। কোনও কাজেই মন বসে না। জীবন
বিতৃষ্ণাময় লাগে। এই সময় অনেকেই ঋণের জালে ফেঁসে যান। ফলে সমস্যা আরও বৃদ্ধি পায়।
শাস্ত্র জানাচ্ছে এর নেপথ্যে থাকতে পারে রোজকার কিছু অভ্যাস। আমাদের নিজেদের ভুলেই
আমরা অর্থকষ্ট থেকে মুক্তি পাই না। কিছু বিষয় মাথায় রেখে চললেই অবস্থার পরিবর্তন
ঘটানো সম্ভব। জেনে নিন সেগুলি কী কী।
ঋণের বোঝা থেকে মুক্তি পেতে কী কী
মেনে চলবেন?
- মঙ্গলবার করে ঋণ নেবেন না। যতই
প্রয়োজন পড়ুক, সপ্তাহের এই একটি দিন কারও থেকে টাকা ধার নেবেন না। চেষ্টা করবেন
এই দিন কাউকে টাকা ধার না দেওয়ার। কারণ, মঙ্গলবার দিনটি মঙ্গল গ্রহের দিন। এই দিন
কারও থেকে টাকা ধার নিলে বা দিলে, সেই টাকা ফেরত দিতে বা পেতে মুশকিল হয়। মঙ্গল
গ্রহের প্রভাবের ফলেই এমনটা হয়।
- মঙ্গলবার এবং শনিবার দিন বাড়িতে
নুন আনবেন না। অর্থাৎ, এই দু’দিন নুন কেনা থেকে বিরত থাকতে হবে। বিশ্বাস করা হয়
যে, এই দু’দিন নুন কিনে আনলে সেটির সঙ্গে নেগেটিভ শক্তিও ঘরের ভিতর প্রবেশ করে।
- বাড়ির পূর্ব দিকে কখনও আয়না রাখবেন
না। এতে বাড়িতে অশান্তি লেগেই থাকে। অর্থসমস্যাও পিছু ছাড়তে চায় না।
- বাড়ির সদর দরজার কাছটা সর্বদা
পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন। সেই স্থানে ময়লা ফেলার পাত্রও রাখা যাবে না। বাড়ির
সদর দরজা হল মা লক্ষ্মীর স্থান। সেই জায়গা নোংরা থাকলে বাড়িতে লক্ষ্মী না আসাই
স্বাভাবিক।