Astro Tips

প্রয়াত ব্যক্তির চার জিনিস ব্যবহারে নেমে আসে দুর্ভাগ্য! হাসিখুশি জীবন হয়ে ওঠে নরকসম, শান্তি বিঘ্নিত হয়

চলে যাওয়া ব্যক্তির উপস্থিতি আমাদের মাঝে জিইয়ে রাখতে গিয়ে আবেগের বশে আমরা নানা ভুল করে বসি। তাতে আখেরে ক্ষতি হয় আমাদেরই। এরই মধ্যে সবথেকে বড় ভুল হল মৃত ব্যক্তির জিনিস ব্যবহার করা।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ ১৫:৩১
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

বিশ্বসংসারের কোনও জীবই অমর নয়। জন্মালে মরতে হবেই, এটাই প্রকৃতির নিয়ম। মৃত্যু আমাদের জীবনচক্রেরই অংশ। এক জন মানুষের চিরজীবনের মতো চলে যাওয়া যতই কঠিন হোক, সেটিকে মেনে নেওয়া ছাড়া আমাদের কাছে আর কোনও উপায় থাকে না। মৃত মানুষের স্মৃতি আঁকড়েই বেঁচে থাকতে হয়। কিন্তুচলে যাওয়া ব্যক্তির উপস্থিতি আমাদের মাঝে জিইয়ে রাখতে গিয়ে আবেগের বশে আমরা নানা ভুল করে বসি। তাতে আখেরে ক্ষতি হয় আমাদেরই। এরই মধ্যে সবথেকে বড় ভুল হল মৃত ব্যক্তির জিনিস ব্যবহার করা। শাস্ত্র বলছে, প্রয়াত ব্যক্তি আমাদের যতই কাছের হোন না কেন, তাঁর কিছু জিনিস কোনও মতেই ব্যবহার করা যাবে না। জেনে নিন সেগুলি কী কী।

Advertisement

মৃত ব্যক্তির কোন জিনিসগুলি ব্যবহার করা উচিত নয়?

জামাকাপড়: মৃত ব্যক্তির জামাকাপড় কখনও ব্যবহার করা উচিত নয়। এতে জীবনের উপর নেগেটিভ প্রভাব পড়তে দেখা যায়। উক্ত মানুষের জামাকাপড় বাড়ির কোথাও রেখে দেওয়া যেতে পারে। দান করলেও অসুবিধা নেই। তবে মৃত ব্যক্তির সঙ্গে সম্পর্কিত কেউ সেই পোশাক না পরাই ভাল হবে বলে মনে করছে শাস্ত্র। এতে পিতৃদোষে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায়।

Advertisement

ঘড়ি: প্রয়াত ব্যক্তিদের হাতঘড়ি কখনও ব্যবহার করা উচিত নয়। সেটিকে সাজিয়ে রাখা যেতে পারে, তবে পরা যাবে না। এতে ভাল সময় খারাপে পরিণত হতে বেশি সময় লাগে না। জীবন দুর্বিষহ হয়ে ওঠে।

জুতো: মৃত মানুষের জুতো ব্যবহার করা থেকেও বিরত থাকতে হবে। এর ফলেও বাড়ির উপর নেগেটিভ প্রভাব পড়ে। বিশেষ করে, যে মানুষ জুতোটি পরবেন, তাঁর জীবনের উপর খুবই খারাপ প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

গয়না: মৃত ব্যক্তির গয়নার প্রতি যতই টান থাকুক, তা-ও সেই গয়না গায়ে তোলা যাবে না। উক্ত ব্যক্তি যদি মৃত্যুর আগে নিজে থেকে আপনাকে সেই গয়না উপহার দিয়ে যান, তা হলে আলাদা ব্যাপার। নচেৎ সেই গয়না ব্যবহার না করাই ভাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement