—প্রতীকী ছবি।
প্রায় সকল ব্যক্তিই এমন একটি মানুষকে পেতে চান যে তাঁর সকল কথা শুনবে। কোনও ভাবনাচিন্তা ছাড়া মনের সকল কথা বলা যাবে এমন এক জন মানুষের সঙ্গ পাওয়ার ইচ্ছা সকলেরই থাকে। কিন্তু বর্তমানে সেই রকম মানুষের সংখ্যা হাতেগোনা। ব্যস্ত জীবনে নিজের মনে কী চলছে সেটা ঘেঁটে দেখার সময়ই অর্ধেকের বেশি মানুষ পান না। সেখানে অন্যের কথা মন দিয়ে শোনার ধৈর্য না থাকাটাই স্বাভাবিক। কিন্তু তা সত্ত্বেও এমন অনেকেই আছেন যাঁরা চেষ্টা করেন কাছের মানুষের ভালমন্দের খোঁজ নিতে, তাঁদের মাথায় কী ঘুরছে সেটা জানতে। তবে পাঁচ রাশির মানুষের থেকে এমন কিছু আশা করা যায় না। এঁরা লোকের কথায় কান দেন না। এই পাঁচ রাশির ব্যক্তিরা নিজেদের নিয়ে মেতে থাকতেই বেশি পছন্দ করেন।
কোন পাঁচ রাশি কারও কথা শোনেন না?
বৃষ: রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ কথা না শোনার ব্যাপারে প্রথমে রয়েছে। এই রাশির মানুষেরা কথা শোনার থেকে বলতে বেশি পছন্দ করেন। নিজেদের সবজান্তা মনে করা এঁদের রাশিগত প্রকৃতিতেই রয়েছে। তাই কেউ যদি কোনও সমস্যা নিয়ে এঁদের কাছে যান, তা হলে সমস্যাটা কী সেটা জানার আগেই এঁরা সমাধান নিয়ে কথা বলা শুরু করে দেন।
সিংহ: সূর্য দ্বারা পরিচালিত সিংহ রাশি সর্বদা নিজেদের সমস্ত ঘটনার কেন্দ্রবিন্দু বানিয়ে তুলতে পছন্দ করে। এই রাশির জাতক-জাতিকারা মনে করেন যে, এঁদের আশপাশে যা কিছু হচ্ছে সব কিছুর নেপথ্যেই রয়েছেন তাঁরা নিজেরা। সেই কারণে অন্যদের সে ব্যাপারে কোনও বক্তব্য আছে কি না তাতে কান পাতার প্রয়োজন মনে করেন না এঁরা। নিজেদের যা মনে হয় সেটাই করেন।
কন্যা: একনাগাড়ে কথা বলে যাওয়ার ব্যাপারে ওস্তাদ কন্যা রাশির জাতক-জাতিকারা। কিন্তু অন্যের কথা শুনতে গেলেই এঁদের যত সমস্যা। এঁরা সর্বদা নিজেদের জগতে মেতে থাকেন। কে কী বলছে সেটা শোনার সময় বা ধৈর্য, কোনওটাই কন্যা রাশির নেই। কেউ যদি এঁদের সঙ্গে জোর করে কথা বলতে চান তা হলে সেই মানুষকে জীবন থেকে মুছে ফেলতেও দ্বিধা বোধ করেন না এঁরা।
মকর: শনির রাশি মকরের জাতক-জাতিকারা মনে করেন যে তাঁরা যেটা করছেন বা ভাবছেন সেটাই ঠিক। সেই ভাবনার উপর ভিত্তি করে এঁরা অন্যদের কথা শোনার প্রয়োজন মনে করেন না। কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও এঁরা নিজেরা যেটা ঠিক মনে করেন, সেটাই করেন। অন্যের দুঃখের গল্প শোনার সময়ও এঁদের কাছে নেই।
কুম্ভ: কুম্ভ রাশির জাতক-জাতিকারা নিজেদের সবজান্তা মনে করেন। এঁরা ভাবতেই পারেন না যে এঁদের দ্বারা ভুল কিছু হতে পারে। এই রাশির মানুষদের কাছে নিজের ভাবনাই সবার আগে। যে কোনও ব্যাপারে বক্তব্য রাখতে ভালবাসেন এঁরা। কিন্তু অন্যের বক্তব্য শোনার ক্ষেত্রে এঁরা পিছিয়ে যান। সর্বদা নিজেদের ব্যস্ত রাখতে ভালবাসেন এই রাশির মানুষেরা।