—প্রতীকী ছবি।
কমবেশি সকল বাঙালি হিন্দু বাড়িতেই পুজোআচ্চা হয়। ভগবানকে আরাধনা করার সময় আমরা নানা নিয়ম পালন করে থাকি। এই ব্যাপারে আমরা কোনও আপস করি না। প্রায় সকল মানুষই চেষ্টা করেন নিজেদের সবটা দিয়ে ইষ্টদেবতাকে খুশি করতে, তাঁর আশীর্বাদ লাভ করতে। পুজোর একটা গুরুত্বপূর্ণ বিষয় হল ভগবানকে নৈবেদ্য সাজিয়ে দেওয়া।
আমরা সাধারণত কাঁসা, তামা বা পিতলের পাত্রে ভগবানকে ভোগ নিবেদন করে থাকি। অনেক বাড়িতে স্টিলের পাত্রেও ভোগ নিবেদন করা হয়ে থাকে। কিন্তু এই সকল পাত্রে ভোগ পেয়ে সকল দেব-দেবী প্রসন্ন হন না। বদলে কলাপাতায় ভোগ দিলে হিন্দু ধর্মের চার দেব-দেবী বেশি খুশি হন বলে জানাচ্ছে শাস্ত্র।
হিন্দু ধর্ম অনুসারে কলাপাতা অত্যন্ত শুভ। এই পাতার আলাদা গুরুত্ব রয়েছে এই ধর্মে। সেই কারণে যে কোনও শুভ অনুষ্ঠানে, যেমন বিয়ে, অন্নপ্রাশন প্রভৃতিতে কলাপাতা ব্যবহারের প্রচলন দেখা যায়। শাস্ত্রমতে, কলাপাতায় বিষ্ণু ও লক্ষ্মী বাস করেন। তাই এই পাতায় ভগবানকে ভোগ নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদিও সব ঠাকুরকে কলাপাতায় ভোগ দিলে খুশি হন না। বিষ্ণু, লক্ষ্মী, গণেশ ও দুর্গা, এই চার দেব-দেবীকে কলাপাতায় ভোগ নিবেদন করলে জীবনে শান্তি আসে। ভাগ্যের উন্নতি হয়।