Turmeric Bath Benefits

স্নানের জলে এক চিমটে হলুদ দিলেই হবে চমৎকার! বাধা-বিপত্তি কেটে গিয়ে জীবনে আসবে সুসময়

কেবল রান্নার কাজেই নয়, ভাগ্য বদলাতেও হলুদের উপকারিতা রয়েছে। প্রতি দিন স্নানের জলে এক চিমটে হলুদ মিশালেই জীবনে নানা দিক থেকে সাফল্য লাভ করা যাবে। জেনে নিন সেগুলি কী কী।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ১৫:০৩
Share:

—প্রতীকী ছবি।

জ্যোতিষশাস্ত্রে এমন বহু টোটকা রয়েছে যেগুলি সঠিক উপায়ে পালন করলে জীবনে খুব সহজেই উন্নতি করা যায়। ঘরোয়া নানা উপাদান দিয়েই সেই উপায়গুলি করতে পারা যায়। তেমনই এক কার্যকরী উপাদান হল হলুদ। কেবল রান্নার কাজেই নয়, ভাগ্য বদলাতেও হলুদের উপকারিতা রয়েছে। প্রতি দিন স্নানের জলে এক চিমটে হলুদ মিশালেই জীবনে নানা দিক থেকে সাফল্য লাভ করা যাবে। জেনে নিন সেগুলি কী কী।

Advertisement

হলুদ জলে স্নান করার উপকারিতা:

১. গ্রহের দোষ কাটাতে কার্যকরী হলুদ জল। নিয়মিত হলুদ জলে স্নান করলে জন্মছকে থাকা খারাপ গ্রহের প্রভাব থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যাবে। সাফল্যের পথে আসা বাধা থেকেও মুক্তি মিলবে।

Advertisement

২. শাস্ত্রমতে, হলুদের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক রয়েছে। তাই ছকে বৃহস্পতি খারাপ অবস্থানে থাকলে বা দুর্বল থাকলে হলুদ জলে স্নান করার ফলে উপকৃত হবেন। বৃহস্পতিকে শক্তিশালী করতে ও তার শুভ ফল দেওয়ার ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে হলুদ।

৩. স্নানের জলে হলুদ মিশিয়ে স্নান করলে জীবন থেকে নেগেটিভ শক্তি দূর হয়। অতিরিক্ত রাগ ও উদ্বেগ কমাতেও সাহায্য করে এই টোটকা।

৪. কাজের জায়গায় যদি বার বার বাধা আসে, অথবা অনেক পরিশ্রম করার পরেও যদি সাফল্য না আসে তা হলে হলুদ জলে স্নান করে দেখতে পারেন। উপকৃত হবেন।

৫. অর্থসঙ্কট থেকেও মুক্তি দেবে হলুদ জলে স্নান।

৬. সম্পর্কের উপরেও এর সুপ্রভাব পড়ে। হলুদ জলে স্নান করার ফলে সম্পর্ক উন্নত হয়, দাম্পত্য বিবাদ কমে যায় বলে কথিত রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement