Unfavorable Gemstones for Zodiac Signs

রাশি-রত্ন আদায় কাঁচকলায়! শখ করে মুক্তো-চুনি-পান্না ধারণে হতে পারে বিপদ, কার কোনটা পরা উচিত নয়?

কিছু রাশির মানুষের জন্য কিছু গ্রহরত্ন সব সময় যে শুভ ফল দেবে তা নয়, অনেক সময় অশুভ ফলও দিয়ে থাকে। তাই জেনে নিন কোন রাশির জাতকেরা কোন গ্রহরত্ন ধারণ করবেন না।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৩ জুন ২০২৫ ০৭:৫১
Share:

—প্রতীকী ছবি।

প্রত্যেকটা রাশির মানুষের মধ্যেই গ্রহের তারতম্য রয়েছে। বারোটা রাশির মধ্যে কিছু রাশির মানুষ রয়েছে যাঁদের জীবনে সমস্যা খুব কম এবং কিছু রাশির মানুষ রয়েছে যাঁদের জীবনে সব সময়ই কোনও না কোনও সমস্যা লেগে রয়েছে। এ রকম অবস্থায় আমরা অনেক সময় গ্রহরত্ন ধারণ করে থাকি। গ্রহরত্ন আমাদের কিছুটা হলেও সমস্যা থেকে মুক্তি দেয়। তবে কিছু রাশির মানুষের জন্য কিছু গ্রহরত্ন সব সময় যে শুভ ফল দেবে তা নয়, অনেক সময় অশুভ ফলও দিয়ে থাকে। তাই জেনে নিন কোন রাশির জাতকেরা কোন গ্রহরত্ন ধারণ করবেন না। কিন্তু গ্রহরত্ন সব সময় জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী ধারণ করাই শ্রেয়।

Advertisement

মেষ– মেষ রাশিদের জন্য রক্ত প্রবাল অশুভ হতে পারে।

বৃষ– মুক্তো, রুবি এবং পোখরাজ বৃষ রাশির জন্য অশুভ।

Advertisement

মিথুন– মিথুন রাশির ব্যক্তিরা ভুলেও কালো গোমেদ এবং মুক্তো পরবেন না। লাভের বদলে ক্ষতি হতে পারে।

কর্কট– পান্না কর্কট রাশির ব্যক্তিদের জন্য অশুভ।

সিংহ– সিংহ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে গোমেদ অশুভ।

কন্যা– রুবি কন্যা রাশির জাতকদের জন্য অশুভ।

তুলা– তুলা রাশির ব্যক্তিদের জন্য রুবি অশুভ।

বৃশ্চিক– পান্না ধারণ বৃশ্চিকের জন্য খারাপ হতে পারে।

ধনু– ধনু রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে নীলা এবং ক্যাটসআই অশুভ।

মকর– রুবি মকর রাশির ব্যক্তিদের জন্য অশুভ হতে পারে।

কুম্ভ– কুম্ভ রাশির জাতকদের জন্য রুবি অশুভ।

মীন– মীন রাশির জন্য নীলা অশুভ হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement