Mangal Gochar 2025 Effects

মঙ্গলের ঘর পরিবর্তনে সকল রাশির জীবনেই নানা প্রভাব পড়বে, কারা সতর্ক থাকবেন? সুখের সময় কাদের?

দ্রুত গতির গ্রহের রাশি পরিবর্তনে চিন্তার কারণ ধীর গতির গ্রহের রাশি পরিবর্তনের তুলনায় কম। কিন্তু মঙ্গলের মতো গ্রহ যখন অশুভ, শত্রু গ্রহের সঙ্গে অবস্থান বা সংযোগ সৃষ্টি করে তখন সেটি চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১১ জুন ২০২৫ ০৭:৫৮
Share:

—প্রতীকী ছবি।

মঙ্গল ৭ জুন, ভারতীয় সময় রাত ২টো ১৩ মিনিটে রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে গমন করেছে। আগামী ২৮ জুলাই রাত ৭টা ৫৯ পর্যন্ত মঙ্গল সিংহ রাশিতেই অবস্থান করবে। দ্রুত গতির গ্রহের রাশি পরিবর্তনে চিন্তার কারণ ধীর গতির গ্রহের রাশি পরিবর্তনের তুলনায় কম। কিন্তু মঙ্গলের মতো গ্রহ যখন অশুভ, শত্রু গ্রহের সঙ্গে অবস্থান বা সংযোগ সৃষ্টি করে তখন সেটি চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তবে সকলের ক্ষেত্রে নয়, কাদের জন্য চিন্তার তা বিশেষ কিছু বিষয়ের উপর নির্ভর করে। মঙ্গলের গোচরে অন্যান্য গ্রহের সঙ্গে সম্পর্কের কারণে রাশি অনুযায়ী নানা রকম ফল লাভ হবে। কোন রাশির জন্য এই সময়কাল শুভ, কোন রাশির জন্য অশুভ, জেনে নিন।

Advertisement

মেষ রাশি: মঙ্গলের রাশি পরিবর্তন মেষ রাশির ক্ষেত্রে শুভ হলেও, শরীরের প্রতি সচেতনতা অবলম্বন জরুরি। সন্তানের ক্রোধ বাড়তে পারে। সন্তানের বিভ্রান্তিমূলক চিন্তা সমস্যার কারণ হতে পারে।

বৃষ রাশি: বৃষ রাশির জীবনে মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে গৃহসুখ এবং মাতৃসুখের সমস্যা হতে পারে। মায়ের শরীরের উপর বিশেষ নিজর রাখা জরুরি।

Advertisement

মিথুন রাশি: মঙ্গলের রাশি পরিবর্তন মিথুনের জীবনে শুভ পরিবর্তন নিয়ে এসেছে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, তবে অপ্রয়োজনীয় বিবাদ এড়িয়ে চলুন।

কর্কট রাশি: কর্কটের ব্যক্তিদের সাবধান থাকতে হবে। আর্থিক সমস্যা বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদের আশঙ্কা দেখা যাচ্ছে, বিবাদ এড়িয়ে চলুন।

সিংহ রাশি: মঙ্গলের রাশি পরিবর্তন সিংহ রাশির জন্য শুভ হলেও ক্রোধ এবং রক্তচাপ বৃদ্ধির আশঙ্কা দেখা যাচ্ছে।

কন্যা রাশি: মঙ্গলের রাশি পরিবর্তন কন্যা রাশির ব্যক্তিদের শয্যাসুখ থেকে বঞ্চিত করবে। বাকি ক্ষেত্রে শুভ ফল পাবেন।

তুলা রাশি: তুলা রাশির আয়ের ক্ষেত্রে অপ্রত্যাশিত সমস্যা সৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে।

বৃশ্চিক রাশি: মঙ্গলের রাশি পরিবর্তনের সময়কালে বৃশ্চিক রাশির ব্যক্তিরা কর্মক্ষেত্রে সচেতন থাকুন, অহেতুক সমস্যা সৃষ্টি হতে পারে।

ধনু রাশি: ধনু রাশির আধ্যাত্মিক ক্ষেত্রে শুভ ফল লাভ হতে পারে। মন্দির বা তীর্থস্থানে ভ্রমণ হতে পারে।

মকর রাশি: মকর রাশির ব্যক্তিদের সাবধান থাকতে হবে। বিবাদ এড়িয়ে চলুন, চলাফেরায় সচেতনতা অবলম্বন করুন, দুর্ঘটনা বা রক্তপাতের আশঙ্কা প্রবল।

কুম্ভ রাশি: মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে স্ত্রীর রক্তচাপ এবং ক্রোধ বৃদ্ধির আশঙ্কা দেখা যাচ্ছে। দাম্পত্যসুখে ঘাটতি ঘটবে।

মীন রাশি: মীন রাশির ব্যক্তিরা শুভ ফল পাবেন। না চাইলেও অপ্রয়োজনীয় মন্তব্য করে ফেলার আশঙ্কা দেখা যাচ্ছে, কথার উপর নিয়ন্ত্রণ রাখুন।

যে কোনও গ্রহের সংযোগ কেবলমাত্র অশুভ ফল দান করে তা নয়, শুভ এবং অশুভ উভয় প্রকার ফলের সম্ভাবনা সৃষ্ট করে। কারা বিশেষ ভাবে এর প্রভাবে প্রভাবিত হবে বা কাদের উপর বিশেষ প্রভাব পড়বে তা ব্যক্তিগত জন্মছকের উপর নির্ভর করছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement