Meghalaya Honeymoon Murder

লাল গ্রহের অশুভ চালেই কি তছনছ রাজা-সোনমের দাম্পত্য জীবন? মাঙ্গলিক হওয়া মানেই কি খারাপ?

রাজা ও সোনমের দাম্পত্য জীবনের করুণ পরিণতির নেপথ্য কারণ কি মঙ্গলের দোষ ? মাঙ্গলিক হলেই কি বিবাহিত জীবন সুখের হয় না? জেনে নিন জ্যোতিষীর মতামত।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১১ জুন ২০২৫ ১৬:৩২
Share:

—প্রতীকী ছবি।

সম্প্রতি মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে ঘটে যাওয়া খুনের ঘটনা নিয়ে তোলপাড় দেশ। তদন্ত যত এগোচ্ছে, জল তত ঘোলা হচ্ছে। মধুচন্দ্রিমায় গিয়ে প্রাণ হারিয়েছেন নববিবাহিত রাজা। তাঁর স্ত্রী সোনম সেই খুনের সঙ্গে যুক্ত রয়েছে বলে জানতে পারা গিয়েছে। সোনম-সহ আরও চার জনের নাম জড়িয়েছে। বাকি চার জন দোষ স্বীকার করে নিলেও সোনম নিজে এখনও কিছু স্বীকার করেননি। এরই মধ্যে তাঁদের পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে যে সোনম ও রাজা দু’জনেই মাঙ্গলিক। সূত্রের খবর, দুই পরিবারের তরফে দাবি করা হয়েছে, রাজা এবং সোনমের বিয়ের আগে তাঁদের পরিবারের সদস্যেরা জ্যোতিষীর পরামর্শ নেন। জ্যোতিষীই তাঁদের জানিয়েছিলেন, রাজা এবং সোনম দু’জনেই মাঙ্গলিক। এই মঙ্গলের দোষের ফলেই তাঁদের দাম্পত্য জীবন তছনছ হয়ে গেল বলে মনে করছেন অনেকে। কিন্তু মাঙ্গলিক হওয়ার কারণেই যে তাঁদের জীবন এই পথে বাঁক নিল সেটা বলা যায় না। এ ক্ষেত্রে তাঁদের জন্মছকে অন্যান্য গ্রহের অবস্থান বিচার করা জরুরি।

Advertisement

মাঙ্গলিক দোষ কী?

মাঙ্গলিক শব্দটি শুনে শুভ মনে হলেও, আদতে জন্মছকে এই দোষ থাকা ভাল নয়। জন্মছকের প্রথম, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ স্থানে মঙ্গলের অবস্থান হলে চলতি কথায় মাঙ্গলিক দোষ যুক্ত জন্মপত্রিকা বলা হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র মতে, মঙ্গলকে অশুভ গ্রহ বলে মানা হয়। জন্মছকে মঙ্গলের শুভ অবস্থান ভাল ফল দান করলেও অশুভ অবস্থানের কারণে জাতক-জাতিকার নানা প্রকার ভোগান্তি হয়। উগ্রতা, সাহসিকতা, রাগ, দুর্ঘটনা, রক্তপাত ইত্যাদির সঙ্গে মঙ্গলের সম্পর্ক রয়েছে। অর্থাৎ, মঙ্গলের অশুভ অবস্থানের ফলে নির্দিষ্ট ব্যক্তির জীবনে অশুভ প্রভাবের আশঙ্কা দেখা যায়। কিন্তু মাঙ্গলিক মানেই যে খারাপ, তা নয়। কখনও কখনও জন্মপত্রিকায় মাঙ্গলিক দোষ থাকলেও বিভিন্ন কারণে তা অশুভ ফল দান করে না। বর্তমান বছর মঙ্গলের বছর। ফলত মাঙ্গলিক জাতক-জাতিকাদের এই বছর বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। খারাপ কাজ করা থেকে বিরত থাকতে হবে। জীবনের সব ক্ষেত্রেই সচেতন হয়ে চলতে হবে।

Advertisement

মাঙ্গলিক মানেই কি দাম্পত্য জীবনে সমস্যা হবে?

ছেলে-মেয়ে মাঙ্গলিক শুনলেই অনেকের মনে প্রশ্ন জমে যে দাম্পত্য জীবন কেমন হবে। মাঙ্গলিক হলেই যে বিবাহিত জীবন সুখের হয় না, তেমনটা নয়। এ ক্ষেত্রে ছেলে-মেয়ের জন্মপত্রিকায় থাকা অন্যান্য গ্রহের অবস্থানও অনেক ক্ষেত্রে নির্ভর করে। জন্মপত্রিকা বিচার করে যদি দেখা যায় যে, দু’জনেরই মঙ্গলদোষ আছে, সে ক্ষেত্রে এই দোষ অনেকটাই প্রশমিত হয়ে যায়। সামান্য মতবিরোধ কিংবা তর্ক থাকলেও বিয়ে কিন্তু ভাল ভাবেই টিকে যায়।

মঙ্গলের দোষ কাটানো যায়?

মঙ্গলের দোষ প্রশমিত করা সম্ভব। তার জন্য বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হবে। জেনে নিন সেগুলি কী কী।

১. হনুমানজির পুজো করতে হবে, তারই সঙ্গে নিয়মিত হনুমান চালিশা পাঠ করতে হবে।

২. রাগের উপর নিয়ন্ত্রণ আনা জরুরি। কথায় কথায় রেগে গেলে চলবে না।

৩. লাল রঙের জামাকাপড় পরুন। যে কোনও শুভ কাজে যাওয়ার সময় অবশ্যই লাল রঙের জামা পরে যান।

৪. মঙ্গলবার দিনটি উপবাস রাখুন। উপোস রাখতে না পারলে নিরামিষ খাবার খান। এ দিন ভুলেও কারও থেকে কোনও টাকা ধার নেবেন না, কাউকে টাকা ধারও দেবেন না।

৫. কথিত রয়েছে, পাত্রী মাঙ্গলিক হলে অশ্বত্থ গাছের সঙ্গে তাঁর বিয়ে দিলে মঙ্গলদোষ নাকি কেটে যায়।

৬. পাত্রের মাঙ্গলিক দোষ থাকলে, পাত্রীরা সাবিত্রী ব্রত পালন করতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement