Dream Catcher benefits

রঙিন ‘ড্রিম ক্যাচার’-এর গুণে স্বপ্ন হবে পকেটবন্দি! কোন দিকে ঝোলাবেন? কী কী সুফল পাওয়া যাবে?

শুধু ঘর সাজানোই নয়, ড্রিম ক্যাচারের আরও নানা গুণ রয়েছে। বাস্তুশাস্ত্র মতে, ড্রিম ক্যাচার একটি অত্যন্ত শুভ জিনিস। তবে সেটিকে ঝোলানোর ব্যাপারে কিছু জিনিস মাথায় রাখতে হবে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ১১:৩৮
Share:

—প্রতীকী ছবি।

হরেক রঙের পালক ঝোলানো ড্রিম ক্যাচার ঘরে ঝোলালে দেখতে খুবই সুন্দর লাগে। ঘর সাজানোর সরঞ্জাম হিসাবে এই জিনিসের জুড়ি মেলা ভার। কিন্তু শুধু ঘর সাজানোই নয়, ড্রিম ক্যাচারের আরও নানা গুণ রয়েছে। বাস্তুশাস্ত্র মতে, ড্রিম ক্যাচার একটি অত্যন্ত শুভ জিনিস। তবে সেটিকে ঝোলানোর ব্যাপারে কিছু জিনিস মাথায় রাখতে হবে, তা হলেই সেটির দ্বারা লাভবান নেওয়া যাবে। নচেৎ হিতে বিপরীত হলেও হতে পারে।

Advertisement

ড্রিম ক্যাচারের গোল আকৃতি আপনার জীবনকে সঠিক পথে চালনা করতে সাহায্য করে বলে মনে করা হয়। কথিত রয়েছে, শোয়ার ঘরে ড্রিম ক্যাচার ঝোলালে দুঃস্বপ্নের হাত থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যায়। কিন্তু শুধু খারাপ স্বপ্নই নয়, বাড়িতে ড্রিম ক্যাচার ঝোলানোর ফলে জীবনে চলার পথে আসা বিভিন্ন খারাপ প্রভাবের হাত থেকেও মুক্তি মেলা সম্ভব। বাড়িতে পজ়িটিভ শক্তি ছড়িয়ে পড়ে। জেনে নিন ড্রিম ক্যাচার ঝোলানোর নিয়ম।

ড্রিম ক্যাচার কোন দিকে ঝোলাতে হয়?

Advertisement

বাড়ির যেখানে-সেখানে ড্রিম ক্যাচার ঝোলালেই হবে না। সেটি সঠিক দিকে ঝোলাতে হবে, তবেই ভাল ফল পাওয়া যাবে। শাস্ত্রমতে, বাড়ির দক্ষিণ-পশ্চিম দিক ও উত্তর-পূর্ব দিক হল ড্রিম ক্যাচার ঝোলানোর জন্য আদর্শ।

ড্রিম ক্যাচার ঝোলানোর জন্য আর কী কী মাথায় রাখতে হবে?

১. চেষ্টা করবেন বহু রঙের পালক ও সুতো দিয়ে বানানো ড্রিম ক্যাচার বাড়িতে এনে রাখার। এক রঙের ড্রিম ক্যাচারের থেকে বহু রঙের ড্রিম ক্যাচার রাখলে বেশি ভাল ফল পাওয়া যায়। বাড়ির শোভাও বৃদ্ধি পায়।

২. শোয়ার ঘর, বারান্দা এবং পড়ার ঘর হল ড্রিম ক্যাচার ঝোলানোর আদর্শ স্থান। বাথরুম অথবা রান্নাঘরে ড্রিম ক্যাচার ঝোলানো যাবে না।

৩. ড্রিম ক্যাচার এমন জায়গায় ঝোলাতে হবে যেখানে হাওয়া চলাচল করে। হাওয়া লেগে ড্রিম ক্যাচার যত দুলবে, বাড়িতে পজ়িটিভ শক্তির পরিমাণ তত বৃদ্ধি পাবে।

৪. দেওয়ালের উপর ড্রিম ক্যাচার আটকানো যাবে না। একান্তই যদি দেওয়ালের উপরই সেটিকে রাখতে হয়, তা হলে কোনও কিছুর সাহায্যে সেটিকে ঝুলিয়ে দিতে হবে।

৫. ড্রিম ক্যাচারে ঝুল জমতে দেওয়া যাবে না। এটিকে প্রতি দিন পরিষ্কার করতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement