Career Horoscope Prediction

জুন মাসে কর্মক্ষেত্রে কারা সাফল্য পাবেন? কাদের ভাগ্যে জুটবে বসের তিরস্কার? রাশি মিলিয়ে দেখে নিন

গ্রহের অবস্থান অনুযায়ী জুন মাসে কোনও কোনও রাশি কর্মক্ষেত্রে দারুণ ফল পেলেও, কেউ কেউ বিপদের মুখে পড়তে পারেন। রাশি মিলিয়ে জেনে নিন কার কেমন যাবে।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০২ জুন ২০২৫ ০৭:৪৪
Share:

—প্রতীকী ছবি।

জুন মাসের গ্রহের অবস্থান অনুযায়ী, মেষ রাশিতে অবস্থান করবে শুক্র। ২৯ জুন শুক্র রাশি পরিবর্তন করে পরবর্তী বৃষ রাশিতে গমন করবে। বৃষ রাশিতে একসঙ্গে অবস্থান করবে রবি এবং বুধ। বুধ ৬ জুন রাশি পরিবর্তন করে মিথুন এবং ২২ জুন কর্কট রাশিতে গমন করবে। রবি ১৫ জুন রাশি পরিবর্তন করে পরবর্তী মিথুন রাশিতে গমন করবে। মিথুন রাশিতে অবস্থান করবে বৃহস্পতি। কর্কট রাশিতে অবস্থান করবে চন্দ্র এবং মঙ্গল। চন্দ্র প্রত্যেক আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করবে। মঙ্গল ৭ জুন রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে গমন করবে। সিংহ রাশিতে অবস্থান করবে কেতু। কুম্ভ রাশিতে অবস্থান করবে রাহু। মীন রাশিতে অবস্থান করবে শনি। গ্রহের অবস্থান অনুযায়ী জুন মাসে কোনও কোনও রাশি কর্মক্ষেত্রে দারুণ ফল পেলেও, কেউ কেউ বিপদের মুখে পড়তে পারেন। রাশি মিলিয়ে জেনে নিন কার কেমন যাবে।

Advertisement

মেষ রাশি: কর্মক্ষেত্রে মঙ্গলের প্রভাবের কারণে মাসের প্রথম সপ্তাহে মেষ রাশির ব্যক্তিরা আশানুরূপ শুভ ফল না পেলেও, মাসের পরবর্তী সময়ে কর্মক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি হবে।

বৃষ রাশি: বৃষ রাশির কর্মক্ষেত্রে রাহুর অবস্থান রয়েছে, তবে মাসের প্রথম সপ্তাহের পর সমগ্র মাস মঙ্গলের প্রভাব থাকবে। এর ফলে কর্মক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। সতর্ক থাকতে হবে।

Advertisement

মিথুন রাশি: কর্মক্ষেত্রে শনির অবস্থানের কারণে আশানুরূপ শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। সচেতনতা অবলম্বন করে চলা জরুরি।

কর্কট রাশি: কর্কট রাশির কর্মক্ষেত্রে শুক্রের অবস্থান রয়েছে। কর্মক্ষেত্র অধিপতির মাসের প্রথম সপ্তাহের পরে মিত্রক্ষেত্রে আগমন এই রাশির ব্যক্তিদের কর্মক্ষেত্রে শুভ ফল দান করবে।

সিংহ রাশি: কর্মক্ষেত্রে রবি এবং বুধের অবস্থান রয়েছে। মাসের প্রথম ভাগে আশানুরূপ ফল না পেলেও দ্বিতীয় ভাগ শুভ থাকবে।

কন্যা রাশি: কন্যা রাশির কর্মক্ষেত্রে বৃহস্পতির অবস্থান রয়েছে। শুভ ফল লাভ করবেন।

তুলা রাশি: কর্মক্ষেত্রে মঙ্গলের অবস্থান রয়েছে। মাসের প্রথম সপ্তাহে মঙ্গল রাশি পরিবর্তন করবে, এর পর থেকে তুলা রাশির ব্যক্তিরা কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে কেতুর অবস্থান রয়েছে। এর ফলে কর্মক্ষেত্রে আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

ধনু রাশি: কর্মক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টি সম্পর্ক থাকার কারণে ধনু রাশির কর্মক্ষেত্রে সুফল প্রাপ্তির ক্ষেত্রে বাধা দেখা দিতে পারে।

মকর রাশি: মকর রাশির কর্মক্ষেত্রের সঙ্গে শুক্র এবং বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক থাকার কারণে কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন।

কুম্ভ রাশি: কর্মক্ষেত্রে মাসের প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগে বেশি ভাল ফল প্রাপ্তি হবে।

মীন রাশি: মীন রাশির কর্মক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে দৃষ্টি রয়েছে। এর ফলে কর্মক্ষেত্রে বিশেষ ভাল ফল পাওয়া যাবে। সফলতা প্রাপ্তি হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement