Lucky Fish for Aquarium

মাছ পোষার গুণ অনেক! আর্থিক উন্নতি হয়, মনও ভাল থাকে, কিন্তু কোন কোন মাছ রাখা শুভ জানেন?

শাস্ত্রমতে, কয়েকটি মাছ রয়েছে যেগুলি কর্মক্ষেত্র বা বাড়ি, যে কোনও জায়গাতেই নির্দ্বিধায় রাখতে পারবেন। এর ফলে জীবনে আসবে নানা শুভ পরিবর্তন।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৩ জুন ২০২৫ ১২:৪৪
Share:

—প্রতীকী ছবি।

অনেকেরই বাড়িতে অ্যাকোরিয়াম করার শখ রয়েছে। চোখের সামনে কাচের তৈরি ‘ঘরে’ নানা রঙের মাছ ঘুরে বেড়ালে দেখতে সকলেরই ভাল লাগে। মন শান্ত হয়, মানসিক চাপ কমে যায়। কিন্তু আ্যাকোরিয়াম করার কথা ভাবলেই সবার প্রথমে মাথায় আসে কী কী মাছ রাখা যায়? নানা মাছের মেলায় অনেকেই ঠাহর করে উঠতে পারেন না কী মাছ রাখা যায়। কিন্তু আপনি কি জানেন, নানা মাছ রাখার নানা গুণ রয়েছে। শাস্ত্রমতে, কয়েকটি মাছ রয়েছে যেগুলি কর্মক্ষেত্র বা বাড়ি, যে কোনও জায়গাতেই নির্দ্বিধায় রাখতে পারবেন। এর ফলে জীবনে আসবে নানা শুভ পরিবর্তন। সেই সকল মাছ রাখার ফলে জীবন ভরে উঠবে পজ়িটিভ শক্তিতে। জেনে নিন কী কী মাছ রাখতে পারেন এবং সেগুলি রাখার ফলে কী হবে।

Advertisement

অ্যাকোরিয়ামে কী কী মাছ রাখা শুভ?

১. গোল্ডফিশ: বাড়িতে গোল্ডফিশ রাখা অত্যন্ত শুভ। তাদের গায়ের সোনালি আভা বাড়িতে সাফল্য ডেকে আনে। এই মাছকে বাড়ি বা অফিস , যে কোনও জায়গায় রাখা যেতে পারে। এদের রাখতে বেশি ঝক্কি পোহাতেও হয় না, খুব সহজেই এদের রাখা যায়।

Advertisement

২. বেটা: বাজারে বেটা মাছ ফাইটার নামেও পরিচিত। এদের দেখতে যেমন সুন্দর হয়, তেমনই রাখাও সহজ। পরিচর্যা করার কোনও ঝামেলাই নেই। বেটা মাছ বাড়িতে শুভ শক্তির সঞ্চার ঘটায়।

৩. গাপ্পি: রংবেরঙের গাপ্পি মাছও দেখতে খুব ভাল লাগে। এদের যত্নেও বেশি কষ্ট করতে হয় না। কথিত রয়েছে, যে বাড়িতে গাপ্পি মাছ রাখা হয়, সেখানে কখনও অর্থকষ্ট হয় না। বাড়িতে সাফল্য আসে।

৪. টেট্রা: মন চইলে রংবেরঙের টেট্রাও রাখতে পারেন। এরা বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর করে পজ়িটিভ শক্তি নিয়ে আসে।

৫. ফ্লাওয়ারহর্ন: ফ্লাওয়ারহর্ন মাছ একটু দামি হলেও, বাড়িতে এই মাছ রাখতে পারলে আপনারই মঙ্গল হবে। এই মাছ বাড়িতে রাখলে যে কোনও প্রকার অশান্তি থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায়, বাস্তুর মঙ্গল সাধন হয়।

৬. অ্যাঞ্জেল মাছ: অ্যাঞ্জেল মাছ যেই বাড়িতে থাকে, সেই বাড়িতে লোকজনের মধ্যে কখনও ঝামেলা হয় না বলে মনে করা হয়। বাড়ির পরিবেশ শান্ত রাখে এই মাছ।

৭. ডিসকাস মাছ: ডিসকাস মাছকেও আপনার শখের অ্যাকোরিয়ামে রাখার জন্য বেছে নিতে পারেন। এই মাছ সম্পর্কের বন্ধন দৃঢ় করতে সহায়তা করে।

বাড়ি বা অফিসে মাছ রাখার গুণাগুণ:

১. শুভ শক্তি: বাড়ি বা অফিসে মাছ রাখলে সেখানে থাকা সকল প্রকার অশুভ শক্তির হাত থেকে অনেকটা রেহাই পাওয়া যায়। পরিবেশ ভাল হয়, সকলের মন পজ়িটিভ চিন্তাভাবনায় ভরে ওঠে।

২. মন শান্ত করে: নানা কাজের চাপে আমাদের মন অনেক সময় অশান্ত হয়ে ওঠে। তখন অ্যাকোরিয়ামের দিকে তাকিয়ে রংবেরঙের মাছেদের জলকেলি করতে দেখলে মন অনেকটা শান্ত হয়।

৩. আর্থিক উন্নতি: কথিত রয়েছে, কয়েকটি মাছ বাড়িতে রাখার ফলে অর্থসমস্যা কমে যায়। আর্থিক দিকে উন্নতি লক্ষ করা যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement